DA Agitation: DA-র দাবি এবার এভারেস্ট বেস ক্যাম্পেও, এল মুখ্যমন্ত্রীর উদ্দেশে বার্তা

DA Protest: এবার সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের বার্তা এল এভারেস্ট বেস ক্যাম্প থেকেও। হাওড়া ও পশ্চিম মেদিনীপুর থেকে 'বঞ্চিত' সরকারি কর্মচারীদের আটজনের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছে এভারেস্ট বেস ক্যাম্পে। সেখান থেকেই আন্দোলনের সুর চড়াচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা।

DA Agitation: DA-র দাবি এবার এভারেস্ট বেস ক্যাম্পেও, এল মুখ্যমন্ত্রীর উদ্দেশে বার্তা
মহার্ঘভাতার দাবিতে আন্দোলন এবার এভারেস্ট বেস ক্যাম্পেওImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2023 | 4:24 PM

কলকাতা: বকেয়া মহার্ঘভাতার দাবিতে নাগাড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ। তৈরি হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ধর্মঘট, পেনডাউন… সবই হয়েছে, কিন্তু দাবি পূরণ এখনও হয়নি। এবার সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের বার্তা এল এভারেস্ট বেস ক্যাম্প থেকেও। হাওড়া ও পশ্চিম মেদিনীপুর থেকে ‘বঞ্চিত’ সরকারি কর্মচারীদের আটজনের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছে এভারেস্ট বেস ক্যাম্পে। সেখান থেকেই আন্দোলনের সুর চড়াচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। প্রায় সাড়ে ১৭ হাজার ফুট উঁচুতে এভারেস্ট বেস ক্যাম্পে হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রতিবাদ চালাচ্ছেন তাঁরা।

সেখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বার্তা দিয়েছেন আন্দোলনরত সরকারি কর্মচারীরা বার্তা দিয়েছেন। তাঁদের বক্তব্য, শিক্ষক, কর্মচারী, ডাক্তার, নার্সদের প্রতি সীমাহীন বঞ্চনার বিরুদ্ধেই তাঁরা এভারেস্টের বেস ক্যাম্প থেকে প্রতিবাদ জানাচ্ছেন। একইসঙ্গে রাস্তার ধারে বসে থাকে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের হয়েও সুর চড়ালেন তাঁরা। সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের বক্তব্য, “পশ্চিমবঙ্গকে সস্তার শ্রমিক তৈরির কারখানায় পরিণত করা হয়েছে। এর প্রতিবাদেই আমরা এভারেস্ট বেস ক্যাম্পে উপস্থিত হয়েছি।”

প্রায় সাড়ে ১৭ হাজার ফুট উঁচুতে এভারেস্ট বেস ক্যাম্প থেকে এই অভিনব প্রতিবাদের পন্থা নিয়ে যোগাযোগ করা হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গেও। তাঁর বক্তব্য, “আমাদের সরকারি কর্মচারী সহকর্মীরা এই প্রতিবাদ করেছেন। এটা শুধু এভারেস্ট বেস ক্যাম্পেই নয়, এর আগে অরুণাচল প্রদেশে, লাদাখে গিয়েও সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা নিজেদের দাবি-দাওয়া তুলে ধরেছিলেন। বঞ্চনা যখন জীবনের অঙ্গ হয়ে ওঠে, তখন বঞ্চিত মানুষ যেখানেই যান, সেখানেই নিজের প্রতিবাদ ধ্বনিত করেন। এটাও সেরকমই।”