Kali Pujo Weather: কালীপুজো-ভাইফোঁটায় কি ভেজাবে বৃষ্টির ফোঁটা?
Kali Pujo Weather: আলিপুর আবহাওয়া দফতরের এক কর্তা বলছেন, বর্তমানে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে দুই জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। আগামী চার থেকে ৫ দিন এরকমই থাকবে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা খুব একটা কমবে না।
কলকাতা: দুর্গাপুজোর শেষ লগ্নেও বৃষ্টি হয়েছে বাংলায়। লক্ষ্মীপুজোর পরেও মেঘলা আকাশের মুখ দেখতে হয়েছে বঙ্গবাসীকে। তবে কালীপুজোতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এমনই জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ, দুই বঙ্গেই মোটের উপর আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনের মধ্যে কলকাতার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানা যাচ্ছে। পশ্চিমের জেলাগুলিতেও দেখা যাবে বড় পারাপাতন। তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
আলিপুর আবহাওয়া দফতরের কর্তা সৌরিস বন্দ্যোপাধ্যায় বলছেন, “বর্তমানে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে দুই জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। আগামী চার থেকে ৫ দিন এরকমই থাকবে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা খুব একটা কমবে না। কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে রাতের তাপমাত্রা। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সর্বনিম্ন ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।”
তিনিও এও জানাচ্ছেন, কালীপুজোয় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এবারে শুকনোই থাকবে ওয়েদার। শীতের আমেজ মোটামুটি এবার পাওয়া যাবে। প্রতিবছর এই সময় শহরের যা তাপমাত্রা থাকে, এবারও সেরকম আছে। আগামী ২৪ ঘণ্টায় আরও ১ থেকে ২ ডিগ্রি কমে যাবে। প্রসঙ্গত, এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৩৭ থেকে ৯৭ শতাংশের আশপাশে।