DA Case in High Court: আদালতের নির্দেশের পরও বাড়ছে না ডিএ! আবার পথে নামতে চান শিক্ষকেরা
DA Case in High Court: অবিলম্বে সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর নির্দেশ দিয়েছে আদালত। তবে এখনও পর্যন্ত রাজ্যের তরফে কোনও ঘোষণা করা হয়নি।
কলকাতা: কোর্টের নির্দেশের পরেও বাড়ানো হয়নি মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে আগামী শনিবার শহরে মিছিলের ডাক দিয়েছে ‘ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’। কিন্তু সেই মিছিলে অনুমতি দিচ্ছে না পুলিশ। সেই দাবি নিয়ে এবার ফের আদালতের দ্বারস্থ হল শিক্ষক সংগঠন। ডিএ না বাড়ানো পর্যন্ত যে তাঁরা কোনওভাবেই পিছু হটবেন না, তা বুঝিয়ে দিচ্ছেন সংগঠনের সদস্যরা।
বুধবার আদালতের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়েছে ওি সংগঠনের তরফ থেকে। বৃহস্পতিবার রয়েছে এই মামলার শুনানি।
আসলে ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মীদের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে এ রাজ্যে। স্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য। হাইকোর্টের রায়ে স্বস্তি ফিরেছে সরকারি কর্মীদের। সম্প্রতি ডিএ মামলায় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটের রায় বহাল রেখেছে আদালত। বলা হয়েছে, তিন মাসের মধ্যে কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। ২০০৯ সালের জুলাই মাস থেকে যে ডিএ বাকি আছে, তা এরিয়ার সহ দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
আসলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি হলেও, সেই অনুপাতে রাজ্য সরকারি কর্মীরা ডিএ বাড়েনি। রাজ্য অনেকটাই পিছিয়ে আছে। প্রতি মাসে কর্মীদের আর্থিক ক্ষতি হচ্ছে বলে দাবি করে একাধিক সংগঠন। পরে ট্রাইবুনালের তরফে ডিএ দেওয়ার পক্ষে রায় দেওয়া হলেও রাজ্য সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করে। একাধিক বেঞ্চে ঘুরেছে সেই মামলা। অবশেষে সংগঠনগুলি স্বস্তি পেয়েছে। তবে, এখনও পর্যন্ত ডিএ সংক্রান্ত কোনও ঘোষণা না হওয়ায় প্রশ্ন উঠেছে।
আদালতের নির্দেশে বলা হয়েছে, ৩১ শতাংশ বকেয়া ডিএ আগামী তিন মাসের মধ্যে এরিয়ার সহ মেটাতে হবে সরকারকে।