মিলল ছাড়পত্র, দক্ষিণেশ্বর রুটে মেট্রো পরিষেবা শুরু শীঘ্রই

কমিশনার অব রেলওয়ে সেফটির পক্ষ থেকে এমন কোনও শর্ত দেওয়া হয়নি যা পূরণ করতে সময় লাগবে বা সমস্যা হবে, সূত্রের খবর এমনটাই। গত সপ্তাহেই কমিশনার অফ রেলওয়ে সেফটি শৈলেশ কুমার পাঠক এসে পরিদর্শন করে যান।

মিলল ছাড়পত্র, দক্ষিণেশ্বর রুটে মেট্রো পরিষেবা শুরু শীঘ্রই
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Feb 10, 2021 | 10:16 PM

কলকাতা: মেট্রোয় (Kolkata Metro) চেপে দক্ষিণেশ্বর যাত্রায় আর দেরি নেই। বুধবার কমিশনার অব রেলওয়ে সেফটির পক্ষ থেকে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর রুটে মেট্রো পরিষেবা চালু করার ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। যদিও পরিষেবা এখনই শুরু হচ্ছে না। কবে থেকে পরিষেবা চালু হবে তা রেলমন্ত্রক ঠিক করবে। বিধানসভা নির্বাচনের আগেই যে কোনও দিন মেট্রো পরিষেবা চালু হয়ে যেতে পারে এমন সম্ভাবনাও প্রবল হয়েছে।

মেট্রো সূত্রে খবর, কমিশনার অব রেলওয়ে সেফটি একটি ১০ পাতার নির্দেশিকা পাঠিয়েছে নির্মাণকারী সংস্থাকে। যেখানে আগামী ৬ মাসের মধ্যে ট্রেন প্রটেকশন ওয়ার্নিং সিস্টেম চালু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দু’টি ট্রেনের মধ্যে নিরাপদ দুরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতেই এই সিস্টেম প্রয়োজন। এ বাদেও আগামী তিন মাসের মধ্যে অডিও ফ্রিকোয়েন্সি ট্রাক সার্কিট চালু করার নির্দেশ দেওয়া হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে।

আরও পড়ুন: খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের সাজা ঘোষণা, কওসরের ২৯ বছর জেল

তবে কমিশনার অব রেলওয়ে সেফটির পক্ষ থেকে এমন কোনও শর্ত দেওয়া হয়নি যা পূরণ করতে সময় লাগবে বা সমস্যা হবে, সূত্রের খবর এমনটাই। গত সপ্তাহেই কমিশনার অফ রেলওয়ে সেফটি শৈলেশ কুমার পাঠক এসে পরিদর্শন করে যান। তাঁর সবুজ সংকেতের পরই এই ছাড়পত্র দেওয়া হয়। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের উদ্বোধন করতে পারেন বলেও খবর। ফলে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর রুটে মেট্রো চালু হওয়া যে কেবল সময়ের অপেক্ষা, তা নিশ্চিতভাবে বলা যায়।

আরও পড়ুন: ভোটের মুখে দুই জেলাশাসক-সহ ৯ আইএএস অফিসার বদলির বিজ্ঞপ্তি নবান্নের