Electric Shock: বাতিস্তম্ভ নেভাচ্ছে জীবনের আলো! রাজ্যে একের পর এক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনার দায় কার?
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)-র তথ্য জানাচ্ছে প্রতি বছর এ রাজ্যে কত জনের মৃত্যু হত তড়িতাহত হয়ে। এই সব মৃত্যু দায় কার?
কলকাতা: কলকাতার বুকে একের পর এক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটেছে সাম্প্রতিক অতীতে। হরিদেবপুরে ১২ বছরের নীতীশ যাদবের মৃত্যু হয়েছিল। তার কয়েক দিন আগেই হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মণীষা সাউ নামে এক মহিলার। শনিবার রাজাবাজারে বাতিস্তম্ভ ছুঁয়ে ফের এক কিশোরের মৃত্যুর অভিযোগ উঠেছে। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদ্যুতের শক খেয়ে মৃত্যুর ঘটনা তো রয়েইছে। ইতিমধ্যেই বর্ষা এসেছে। বৃষ্টির জেরে কলকাতা শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়, এই সময়ে আর কত বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটবে, উঠছে সেই প্রশ্ন। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)-র তথ্য জানাচ্ছে প্রতি বছর এ রাজ্যে কত জনের মৃত্যু হত তড়িদাহত হয়ে। এই সব মৃত্যু দায় কার? কেন বাতিস্তম্ভ হয়ে উঠছে মৃত্যুর ফাঁদ? উঠছে প্রশ্ন।
২০২১ সালের ২২ মে রাজভবনের সামনে জমা জলে বিদ্যুতের তার খোলা পড়েছিল। বাইকে করে যাওয়ার সময় ঋষভ মণ্ডল নামের এক ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়। ২০২১ সালের ২২ সেপ্টেম্বর বাতিস্তম্ভের খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন দমদমের বান্ধবনগরের দুই কিশোরী। শ্রেয়া বণিক এবং অনুষ্কা নন্দী নামের দুই কিশোরীর মৃত্যুর ১৫ দিনের মধ্যেই তাঁদের পরিবারের লোকেদের ক্ষতিপূরণ দিয়েছিল রাজ্য সরকার ও স্থানীয় পুরসভা। কিন্তু ক্ষতিপূরণ দিয়েই কী দায় শেষ হয় প্রশাসনের? বিদ্যুৎ দফতর বা পুরসভার গাফিগলিতে যাঁর বা যাঁদের জীবন গেল পরিবারের সেই ক্ষতি কী পূরণ করা আদেও সম্ভব হয়?
এনসিআরবি-র রিপোর্ট জানাচ্ছে, ২০১৮, ২০১৯ এবং ২০২০ সালে রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মোট ৮৮১ জনের। এর মধ্যে ২০১৮ সালে পশ্চিমবঙ্গে মোট বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটেছে ২৭০টি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ২৭০ জনের। মৃতদের মধ্যে রয়েছেন ২২৬ জন পুরুষ এবং ৪৪ জন মহিলা। ২০১৮ সালে দেশে মোট বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটেছে ১২ হাজার ১৪৬টি। দেশে মোট মৃত্যু হয়েছে হয়েছে ১২ হাজার ১৫৪ জনের।
২০১৯ সালে পশ্চিমবঙ্গে মোট বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটেছে ৩০৪টি। এই ঘটনাগুলিতে মোট মারা গিয়েছেন ২৯৪ জন। মৃতদের মধ্যে পুরুষ ২৫৬ জন এবং মহিলা ৩৮ জন। ওই বছর দেশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন ১৩ হাজার ৪৩২ জন। দেশে মোট বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটেছিল ১৩ হাজার ৩৭৮টি।
২০২০ সালে পশ্চিমবঙ্গে মোট বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটেছে ৩১৮টি। এই দুর্ঘটনায় দেশে মৃত্যু হয়েছে ৩১৭ জনের। মৃতদের মধ্যে পুরুষ ২৮০ জন ও মহিলা রয়েছেন ৩৭ জন। ওই বছর দেশে মোট বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটেছিল ১৩ হাজার ৪৩৩টি। এতে মারা গিয়েছিলেন ১৩ হাজার ৪৪৬ জন।