Covid 19: উদ্বেগ বাড়িয়ে বাড়ল মৃতের সংখ্যা, কী বলছে বাংলার করোনা গ্রাফ?
Covid 19: এদিন নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৯৭০ জনের। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৭৮ শতাংশ। একদিনে সুস্থ হয়েছে ৫৫৩ জন।
কলকাতা: কখনও ঊর্ধ্বমুখী তো কখনও নিম্নমুখী। বিগত কয়েকদিন ধরে বাংলার করোনা (Coronavirus) গ্রাফ কার্যত এ কথাই বলছে। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল ৪৩৬। মারা গিয়েছিলেন ৩ জন। শুক্রবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০০। মারা গিয়েছেন ৫ জন। একইসঙ্গে পজিটিভিটি হার (Positivity Rate) দাঁড়িয়েছে ৩.৬৮ শতাংশ। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৯৭০ জনের। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৭৮ শতাংশ। একদিনে সুস্থ হয়েছে ৫৫৩ জন।
রাজ্যের জেলাওয়াড়ি করোনা পরিস্থিতি এক নজরে –
কলকাতা – শুক্রবার আক্রান্ত ১২৬। বৃহস্পতিবার আক্রান্ত ১০৭।
উত্তর ২৪ পরগনা – শুক্রবার আক্রান্ত ৮৩। বৃহস্পতিবার আক্রান্ত ১০৮।
দক্ষিণ ২৪ পরগনা – শুক্রবার আক্রান্ত ১৭। বৃহস্পতিবার আক্রান্ত ২৪।
হাওড়া – শুক্রবার আক্রান্ত ১০। বৃহস্পতিবার আক্রান্ত ১৬।
নদিয়া – শুক্রবার আক্রান্ত ১। বৃহস্পতিবার আক্রান্ত ৯।
পশ্চিম বর্ধমান – শুক্রবার আক্রান্ত ১৮। বৃহস্পতিবার আক্রান্ত ৩৩।
পশ্চিম মেদিনীপুর- শুক্রবার আক্রান্ত ১৩। বৃহস্পতিবার আক্রান্ত ১৪।
দার্জিলিং- শুক্রবার আক্রান্ত ১৬। বৃহস্পতিবার আক্রান্ত ৩১।
বীরভূম – শুক্রবার আক্রান্ত ২৪। বৃহস্পতিবার আক্রান্ত ১৯।
পূর্ব বর্ধমান- শুক্রবার আক্রান্ত ১৩। বৃহস্পতিবার আক্রান্ত ৬।
পূর্ব মেদিনীপুর – শুক্রবার আক্রান্ত ৫। বৃহস্পতিবার আক্রান্ত ৭।
জলপাইগুড়ি – শুক্রবার আক্রান্ত ৯। বৃহস্পতিবার আক্রান্ত ২।
মুর্শিদাবাদ- শুক্রবার আক্রান্ত ২। বৃহস্পতিবার আক্রান্ত ২।
মালদহ – শুক্রবার আক্রান্ত ৯। বৃহস্পতিবার আক্রান্ত ৭।
উত্তর দিনাজপুর – শুক্রবার আক্রান্ত ১১। বৃহস্পতিবার আক্রান্ত ৭।
আলিপুরদুয়ার – শুক্রবার আক্রান্ত ২। বৃহস্পতিবার আক্রান্ত ৫।
বাঁকুড়া – শুক্রবার আক্রান্ত ২। বৃহস্পতিবার আক্রান্ত ২।
দক্ষিণ দিনাজপুর – শুক্রবার আক্রান্ত ৪। বৃহস্পতিবার আক্রান্ত ৫।
পুরুলিয়া – শুক্রবার আক্রান্ত ৮। বৃহস্পতিবার আক্রান্ত ৬।
ঝাড়গ্রাম – শুক্রবার আক্রান্ত ০। বৃহস্পতিবার আক্রান্ত ৪।
কোচবিহার – শুক্রবার আক্রান্ত ৪। বৃহস্পতিবার আক্রান্ত ২।
কালিম্পং – শুক্রবার আক্রান্ত ০। বৃহস্পতিবার আক্রান্ত ০।
হুগলি – শুক্রবার আক্রান্ত ২৩। বৃহস্পতিবার আক্রান্ত ২০।