Kolkata Airport: বিমানবন্দরের ডিসপ্লে বোর্ডে বারবার এটা কি? রীতিমতো রেগে আগুন যাত্রীরা…
Kolkata Airport: তুমুল হইচই শুরু হয়ে যায়। সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের আধিকারিকদের ঘিরে ক্ষোভ উগরে দেন। খবর পেয়ে বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফের আধিকারিকরা এসে পৌঁছন। তাঁরা যাত্রীদের বোঝানোর চেষ্টা করেন। পরে ১২টা ৬ মিনিটেই কলকাতা বিমানবন্দর থেকে ওই বিমান দিল্লির উদ্দেশে উড়ান নেয়।
কলকাতা: বারবার ডিসপ্লে বোর্ডে বিমান ছাড়ার সময় বদল। তাতেই রেগে আগুন যাত্রীরা। ডিসপ্লে বোর্ড দেখে শনিবার রীতিমতো হইচই শুরু হয়ে যায় কলকাতা বিমানবন্দরে। দায়িত্বপ্রাপ্তরা বোঝানোর চেষ্টা করলেও প্রথমে লাভ হয়নি। বহু বোঝানোর পর শান্ত হন তাঁরা।
কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, এদিন সকাল ৬.৩৫ নাগাদ স্পাইসজেটের বিমান এস জি ৮৩৭৩ দিল্লির পথে উড়ে যাওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের আগেই নিয়ম মেনে যাত্রীরা সিকিউরিটি চেকিং সেরে ফেলেন। শুধু বোর্ডিংয়ের অপেক্ষা।
১০৫ নম্বর গেটে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। হঠাৎই বিমানবন্দরের ডিসপ্লে বোর্ডে দেখতে পান উড়ানের সময় পিছিয়ে গিয়েছে প্রায় তিন ঘণ্টা। সকাল ৯টা ৪৫ মিনিটে বিমান ওড়ার কথা। ১৮২ জন যাত্রীর এই বিমানে যাওয়ার কথা ছিল। হঠাৎ কেন এমন বিলম্ব, তার সদুত্তর পাননি। অভিযোগ, এরইমধ্যে সকাল ৯টা ৪৫ মিনিটও বদলে যায়। বিমান ছাড়ার সময়ের ডিসপ্লেতে দিল্লিগামী ওই বিমান দুপুর ১২টা ৬ মিনিটে ছাড়ার কথা লেখা হয়। তাতেই যাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।
তুমুল হইচই শুরু হয়ে যায়। সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের আধিকারিকদের ঘিরে ক্ষোভ উগরে দেন। খবর পেয়ে বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফের আধিকারিকরা এসে পৌঁছন। তাঁরা যাত্রীদের বোঝানোর চেষ্টা করেন। পরে ১২টা ৬ মিনিটেই কলকাতা বিমানবন্দর থেকে ওই বিমান দিল্লির উদ্দেশে উড়ান নেয়।