তিনদিন নয়, এবার প্রতিদিন দিল্লি-কলকাতা উড়ান পরিষেবা
সংক্রমণের হার বেশি হওয়ায় ৪ জুলাই দিল্লি সহ মোট ছয়টি রাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় রাজ্য সরকার।
কলকাতা: সপ্তাহে তিন দিন নয়, এবার থেকে সপ্তাহের সাতদিনই দিল্লি-কলকাতার মধ্যে উড়ান (Delhi-Kolkata Flight) চলাচল করবে। সোমবার রাজ্য সরকারের তরফে এই ঘোষণা করা হয়। করোনা (Coronavirus) সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকার ছয়টি রাজ্যের মধ্যে বিমান চলাচলে বিধি নিষেধ জারি করা হয়েছিল। সপ্তাহের নির্দিষ্ট দিনগুলিতেই দিল্লি ও কলকাতার মধ্যে উড়ান চলাচল করত। দিল্লির ক্ষেত্রে সেই নিষেধাজ্ঞা তুলে নিল রাজ্য সরকার।
করোনা সংক্রমণের শুরুতেই জারি করা হয় লকডাউন (Lockdown)। বন্ধ করে দেওয়া হয় অন্তর্দেশীয় (Interstate) ও আন্তর্জাতিক (International) বিমান চলাচল। আনলক (Unlock) পর্বে ধীরে ধীরে বিমান চলাচলেও বিধিনিষেধ শিথিল করে দেওয়া হয়। তবে যে ছয়টি রাজ্যে সংক্রমণের হার বেশি ছিল, সেই রাজ্যগুলিতে বিমান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে পশ্চিমবঙ্গ সরকার। ৪ জুলাই এই নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে ১ সেপ্টেম্বর থেকে সেই নিয়ম কিছুটা শিথিল করা হয়, জানানো হয়, নির্দিষ্ট রাজ্যগুলি থেকে কলকাতায় সপ্তাহে তিনদিন বিমান চলাচল করবে।
দিল্লি থেকে কলকাতায় বিমান চলাচলে সেই বিধিনিষেধ তুলে নেওয়া হলেও অন্য পাঁচটি শহর, অর্থাৎ মুম্বই, চেন্নাই, আহমেদাবাদ, পুনে এবং নাসিক থেকে সপ্তাহের নির্ধারিত দিনগুলিতেই বিমান চলাচল করবে।
দিল্লিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছয় লাখের গণ্ডি পার করেছে, রাজ্যে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখের বেশি। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট ১৯৮৪ জন করোনা আক্রান্ত হয়েছেন, রাজ্যে একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ২৫৮০।
আরও পড়ুন: নির্বাচনের আগে আইনশৃঙ্খলা খতিয়ে দেখতে জেলায় জেলায় ডেপুটি নির্বাচন কমিশনার