Kolkata Airport : কুয়াশায় ঢেকেছে ঢাকা বিমানবন্দর, কলকাতায় জরুরি অবতরণ বাংলাদেশগামী ৬ বিমানের
Kolkata Airport : ঢাকা বিমানবন্দরে আবহাওয়ার উন্নতি হলে, দৃশ্যমানতা বাড়লেই কলকাতা বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে পাড়ি দেবে বিমানগুলি।
কলকাতা : নতুন বছরের শুরু থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে গোটা পড়েছে গোটা বাংলায়। শীতের দাপটে জবুথবু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। সেই সঙ্গে চলছে কুয়াশার দাপট। প্রতিকূল আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে বাংলাদেশগামী আন্তর্জাতিক ছয়টি বিমান কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে বাধ্য হল। সূত্রের খবর, এদিন সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর। দৃশ্যমানতা কম থাকার কারণে বিমান ওঠা-নামায় চলছে সমস্যা। সে কারণেই এদিন ৬টি বিমানকে ঘুরিয়ে এদিন কলকাতা বিমানবন্দরে প্রায়োরিটি ল্যান্ডিং করানো হয় বলে জানা যাচ্ছে।
কুয়েত থেকে ঢাকা গামী বিমান জাজিরা এয়ারলাইন্সের J9 531 বিমানটিকেও এদিন জরুরি ভিত্তিতে কলকাতা বিমানবন্দরে নামানো হয়। বিমানটিতে রয়েছেন ১৬৮ জন যাত্রী। অন্যদিকে দমন থেকে ঢাকা যাচ্ছিল বাংলাদেশের বিমান BG 350। বিমানে রয়েছেন যাত্রী ২৬৯ জন ১৩ জন কেবিন ক্রু। এই বিমানটিও এদিন কলকাতায় জরুরি ভিত্তিতে অবতরণ করে। কুয়েত থেকে ঢাকা আসছিল কুয়েত এয়ারলাইন্সের কেইউ ২৮৩ বিমান। রয়েছেন ১৬১ জন যাত্রী ৬ জন কেবিন ক্রু সেটিরও এদিন কলকাতায় জরুরি ভিত্তিতে অবতরণ হয়।
তালিকায় রয়েছে সারজা থেকে ঢাকাগামী এয়ার আরোবিয়ার বিমান জি নাইন ৫১২। ১৪৬ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু রয়েছেন বিমানটিতে। বাই থেকে ঢাকা আসছিল বাংলাদেশের বিমান ৩৪২। ১৪৬ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু রয়েছেন বিমানটিতে। এই দুই বিমানও এদিন জরুরি ভিত্তিতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। বাহারিন থেকে ঢাকা যাচ্ছিল গলফেয়ারের জিএফ ২৫০ বিমান। রয়েছেন ২৭৮ জন যাত্রী এবং ১০ জন কেবিন ক্রু। এটিও বর্তমানে কলকাতা বিমানবন্দরে অপেক্ষা করছে বলে জানা যাচ্ছে। ঢাকা বিমানবন্দরে আবহাওয়ার উন্নতি হলে, দৃশ্যমানতা বাড়লেই কলকাতা বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে পাড়ি দেবে বিমানগুলি। বিমানগুলি কলকাতায় বিমানবন্দরে অপেক্ষা করলেও যাত্রীদের কাছে ভারতের মাটিতে নামার বৈধ কাগজ না থাকলে তাঁরা আটকে বিমানের মধ্যেই।