Dilip Ghosh: সুকান্ত বলেছিলেন ‘দরজা বন্ধ ছিল’, বৈঠকে যোগ না দেওয়ার সপাটে জবাব দিলীপের

Dilip Ghosh: প্রসঙ্গত, সোমবার বিজেপির দলীয় কার্যালয় হেস্টিংসে ছিল সাংগঠনিক বৈঠক ছিল। বৈঠকে ছিলেন সুকান্ত মজুমদার, অমিত মালব্য-সহ শীর্ষ নেতৃত্ব দলের পরবর্তী রণকৌশল নিয়ে আলোচনার জন্য ছিল এই বৈঠক ছিল।

Dilip Ghosh: সুকান্ত বলেছিলেন 'দরজা বন্ধ ছিল', বৈঠকে যোগ না দেওয়ার সপাটে জবাব দিলীপের
সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2022 | 11:15 AM

কলকাতা: দরজা এঁটে হেস্টিংসে সাংগঠনিক বৈঠক সুকান্তদের। অফিসে থেকেও বৈঠকে গরহাজির দিলীপ ঘোষ। তাহলে কি মন কষাকষি? সোজাসাপটা এবার তারই উত্তর দিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “যে বৈঠকে থাকার দরকার, সে বৈঠকে আমি ছিলাম। ওই বৈঠকে আমার থাকার কথা ছিল না।” মঙ্গলবার নিউটাউনে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেও পাল্টা দেন তিনি। দিলীপ বলেন, “সুকান্ত মজুমদার বলেছেন, দরজা বন্ধ হয়ে গিয়েছে, তাই ঢুকতে পারেননি। ওঁর হয়তো জানা ছিল না আমাকে একটা কোর কমিটির বৈঠকে ডাকা হয়েছিল, সন্ধ্যা সাতটায় ছিল আমি একটু আগে গিয়েছিলাম।” দিলীপের কথায়, ” দূর থেকে সমস্ত নেতারা এসেছিল আর সেই ছোট বৈঠক ছিল সেই বৈঠকে আমি অংশগ্রহণ করেছিলাম। সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আমার বৈঠক ছিল।”

প্রসঙ্গত, সোমবার বিজেপির দলীয় কার্যালয় হেস্টিংসে ছিল সাংগঠনিক বৈঠক ছিল। বৈঠকে ছিলেন সুকান্ত মজুমদার, অমিত মালব্য-সহ শীর্ষ নেতৃত্ব দলের পরবর্তী রণকৌশল নিয়ে আলোচনার জন্য ছিল এই বৈঠক ছিল। অথচ গুরুত্বপূর্ণ এই বৈঠকেই ছিলেন না দিলীপ। হেস্টিংসের আট তলায় যখন একলা ছিলেন দিলীপ ঘোষ, পুরোদমে ৪ তলায় তখন দরজা বন্ধ করে বৈঠক করছেন সুকান্তরা। কার্যালয়ে থেকেও কেন দলের এমন গুরুত্বপূর্ণ বৈঠকে থাকলেন না দিলীপ ঘোষ? বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “ওঁ হয়তো বৈঠকের কথা জানতেন না।” নতুন কমিটিতে দিলীপ ঘোষ গুরুত্ব হারাচ্ছে? প্রশ্ন করা হলে এদিন দিলীপ উত্তর দেন, “কোথাকার নতুন কমিটি?”

তবে উল্লেখ্য, এবারই তো প্রথম নয়। বারবার বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রাক্তন রাজ্য সভাপতির দ্বন্দ্ব ভেসে উঠেছে। সুযোগ বুঝে খোঁচা দিতে ছাড়েনি শাসক শিবিরও। সোমবারের ঘটনার পর ফের একবার রাজ্য বিজেপির অন্দরের কোন্দল প্রকাশ্যে। মূলত দুই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নিয়ে ভিন্ন মত পোষণ করাতেই কি দলের সঙ্গে দূরত্ব বাড়ছে দিলীপের? প্রশ্ন থাকছেই।