Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dinabandhu Andrews College: ছাত্রীকে বন্ধ ঘরে মারধরের অভিযোগ, কাঠগড়ায় প্রাক্তনী, সরস্বতী পুজো নিয়ে উত্তপ্ত অ্যান্ড্রিউজ কলেজ

Dinabandhu Andrews College: কলেজ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ছাত্রীর সঙ্গে অভিযুক্ত রিয়ার আগে থেকেই বিবাদ ছিল। সরস্বতী পুজো নিয়ে ইদানীং সে বিবাদ চরমে ওঠে। শুক্রবার কলেজে সাপ্লির ফর্ম ফিলাম করতে গিয়েছিলেন আক্রান্ত ছাত্রী। অভিযোগ, তখনই রিয়ার দলবল তাঁকে ঘিরে ধরে। আক্রান্ত ছাত্রীর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তাঁরা।

Dinabandhu Andrews College: ছাত্রীকে বন্ধ ঘরে মারধরের অভিযোগ, কাঠগড়ায় প্রাক্তনী, সরস্বতী পুজো নিয়ে উত্তপ্ত অ্যান্ড্রিউজ কলেজ
অভিযুক্ত প্রাক্তনীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 31, 2025 | 7:48 PM

কলকাতা: যোগেশচন্দ্র ল’ কলেজের পর এবার গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রিউজ কলেজ। কলেজের সরস্বতী পুজোর পরিচালনার দায়িত্বে থাকবেন কে, তা নিয়েই তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষ। তৃতীয় বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের হুমকির অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তৃতীয় বর্ষের ওই ছাত্রীকে কলেজে ঘাড়ধাক্কা দেওয়ার অভিযোগ। কাঁদতে কাঁদতে বেরিয়ে যান ওই ছাত্রী। ঘটনায় অভিযোগের কেন্দ্রবিন্দুতে পাসআউট এক ছাত্রী।

কলেজ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ছাত্রীর সঙ্গে অভিযুক্ত রিয়ার আগে থেকেই বিবাদ ছিল। সরস্বতী পুজো নিয়ে ইদানীং সে বিবাদ চরমে ওঠে। শুক্রবার কলেজে সাপ্লির ফর্ম ফিলাম করতে গিয়েছিলেন আক্রান্ত ছাত্রী। অভিযোগ, তখনই রিয়ার দলবল তাঁকে ঘিরে ধরে। আক্রান্ত ছাত্রীর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তাঁরা।

আক্রান্ত ছাত্রীর বক্তব্য, তাঁকে একটি ঘরে নিয়ে যান সাত-আট জন। প্রত্যেকেই রিয়ার ঘনিষ্ঠ বলে আক্রান্ত ছাত্রীর দাবি। অভিযোগ, ঘরের মধ্যে ঢুকিয়ে তাঁকে ব্যাপক মারধর করা হয়। তাঁর শরীরের একাধিক জায়গায় আঁচড় লেগে রক্তাক্ত হন ওই ছাত্রী। এমনকি হুমকি দেওয়া হয়, ‘এখন মেয়েদের দিয়ে মার খাওয়ানো হচ্ছে, এরপর ছেলেদের দিয়ে রেপ করিয়ে দেব।’ এরপর ওই ছাত্রীকে ঘাড়ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয় বলে অভিযোগ।

ঘটনায় চরম আতঙ্কিত ওই ছাত্রী। তিনি এরপর আর ভয়ে কলেজ যাবেন না বলে জানিয়েছেন। আক্রান্ত ছাত্রীর বক্তব্য, “আমি আর কীভাবে কলেজে আসব। আজ আমাকে যা করা হল, আজ মেয়েদের দিয়ে মার খাওয়ানো হয়েছে। এরপর বলেছে এলে ছেলেদের দিয়ে রেপ করিয়ে দেবে।”

অভিযুক্ত রিয়া কলেজের প্রাক্তন ছাত্রী। তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। দূরশিক্ষায় এমবিএ করছেন। তিনি বলেন, “ওই ছাত্রীর সঙ্গে ওরই বিভাগের অনেকের আগে থেকেই ঝামেলা ছিল। আজকে একটি মেয়ে কলেজে এসেছিল, তার সঙ্গেও ওর ঝামেলা ছিল। আমার সঙ্গে ওর দেখাই হয়নি। না আমি ওর গায়ে হাত তুলেছি। এর আগেও আমার নামে অভিযোগ তুলেছিল।” উল্টে তিনি  তৃণমূল নেতা কোহিনুর মজুমদারের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এবার কোহিনুর বলেন, “আমি এবিষয়ে কিছুই জানি না। কুম্ভমেলায় আমার বিধানসভার এক মহিলার মৃত্যু হয়েছে। আমি সকাল থেকেই এই নিয়ে ব্যস্ত। আমি শ্মশানে রয়েছি। আমার রিয়া মল্লিকের সঙ্গে কোনও যোগাযোগ নেই।”