‘অভিমানে ভুলবশত সিদ্ধান্ত নিয়েছিলাম’, তৃণমূলে ফিরতে চেয়ে মমতাকে চিঠি দীপেন্দুর
আড়াই মাসও কাটেনি, বিজেপি ছেড়ে দেন ফুটবলার-নেতা দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas)। এবার ফের তৃণমূলে ফিরতে চান তিনি।
কলকাতা: ভোটে বিজেপির (BJP) প্রত্যাশিত ফল না হওয়ার পরই নিজেদের ‘ অভিমানে ভুল’-এর উপলব্ধি তৃণমূলত্যাগীদের। সরলা মুর্মু, বাচ্চু হাঁসদা, সোনালী গুহ থেকে দীপেন্দু বিশ্বাস, তালিকায় বাড়ছে নাম। বিজেপিতে গিয়ে ভুল করেছে, ফিরতে চান তৃণমূলে —এই মর্মে ‘শ্রদ্ধেয়া দিদি’কে চিঠি লিখলেন ফুটবলার-নেতা দীপেন্দু বিশ্বাস। বসিরহাট দক্ষিণের এই প্রাক্তন বিধায়ক কিছুদিন আগেই বিজেপি ছাড়েন। এবার তৃণমূলে ফিরতে চেয়ে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।
তৃণমূল প্রার্থী না করায় রাতারাতি দল ছাড়েন বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক দীপেন্দু বিশ্বাস। রাজনীতির নতুন ইনিংস খেলতে যোগ দেন বিজেপিতে। প্রত্যাশা ছিল, দল বদলে বুঝি বা মিলবে ভোটের লড়ার টিকিট। কিন্তু সে আশা পূরণ হয়নি এই ফুটবলার-নেতার। সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে চিঠি লিখে দল ছাড়ার কথা জানান।
এরপরই সোমবার ফের তৃণমূলে ফিরতে চেয়ে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। জানান, ‘অভিমান বশত ভুল সিদ্ধান্ত’ নিয়ে ফেলেছিলেন তিনি। কৃতকর্মের জন্য মমতার কাছে ক্ষমাও চান তিনি। লেখেন, ‘নির্বাচনের সময় আমি মানসিক ভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ি এবং সম্পূর্ণ ভাবে নিষ্ক্রিয় ছিলাম। বিগত দিনে বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক করে আপনি বসিরহাটের মানুষের সেবা করার যে সুযোগ আমাকে দিয়েছিলেন, আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকব।’
এরপরই দীপেন্দুর আবেদন, ‘আপনার অনুমতিস্বরূপ ক্ষমা প্রার্থনা করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত বক্সীদার হাত থেকে দলীয় পতাকা নিয়ে আপনার অনুগত সৈনিক হিসাবে আগামিদিনে উন্নত বাংলা গড়ায় সামিল হতে চাই।’ যদিও এই চিঠি নিয়ে এখনও তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, পুরনোরা দলে ফিরতে চাইলে ফিরতে পারেন। অর্থাৎ সোনালী, দীপেন্দুদের তৃণমূলে ফিরিয়ে নেওয়ার আশা যে একেবারে ক্ষীণ নয় তা ধরে নেওয়া যেতেই পারে।