Junior Doctor’s Protest: ‘১০ দফা দাবি তো স্পষ্ট জানেনই না মুখ্যমন্ত্রী’, ‘মর্মাহত’ ডাক্তাররা
Junior Doctor's Protest: প্রেস মিট থেকে অনশনকারী ডাক্তার রুমেলিকা কুমার বলেন, "খুব দুর্ভাগ্যজনকভাবে ও খুব বেদনাদায়ক ভাবে আমরা যখন মাননীয়া মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি যে আমাদের কিছু সুস্পষ্ট দশটি দাবি আছে। আমাদের মনে হল উনি জানেন না দশটা কী দাবি।"
কলকাতা: শনিবার হঠাৎই ধর্মতলার আন্দোলনকারীদের জুনিয়র ডাক্তারদের মঞ্চে পৌঁছে গিয়েছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলান আন্দোলনকারীদের সঙ্গে। যদিও, মুখ্যমন্ত্রীর সঙ্গে এই কথোপকথনের পর জুনিয়র ডাক্তাদের মনে হয়েছে তিনি হয়ত জানেনই না ঠিক কোন-কোন দাবি নিয়ে সরব হয়েছেন আন্দোলনকারীরা। সাংবাদিক বৈঠক করে সে কথাও জানান তাঁরা। এই ঘটনায় আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন এই ঘটনায় কষ্ট পেয়েছেন তাঁরা।
বস্তুত, এ দিন যখন ফোনে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকরা কথা বলেন সেই সময় তিনি প্রশ্ন করেন ‘তোমাদের কী কী দাবি রয়েছে আমাকে একবার বলো তো…’ । সম্ভবত, জুনিয়র ডাক্তারদের এখানেই প্রশ্ন, এতদিন ধরে দশ দফা দাবি নিয়ে তাঁরা লড়াই চালিয়ে যাচ্ছেন, অথচ সেই বিষয়টিই জানেন না মমতা বন্দ্যোপাধ্যায়? আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হন অনশনকারী জুনিয়র চিকিৎসকরা।
প্রেস মিট থেকে অনশনকারী ডাক্তার রুমেলিকা কুমার বলেন, “খুব দুর্ভাগ্যজনকভাবে ও খুব বেদনাদায়ক ভাবে আমরা যখন মাননীয়া মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি যে আমাদের কিছু সুস্পষ্ট দশটি দাবি আছে। আমাদের মনে হল উনি জানেন না দশটা কী দাবি। এখান থেকে প্রশ্ন উঠছে, আমাদের দশ দাবি নিয়ে বারংবার সোচ্চার হয়েছি, তাঁদের মেইল করেছি, একই দাবি করতে করতে গিয়েছি। তারপরও ৭১ দিন পর আমাদের কেন শুনতে হচ্ছে মাননীয়া জানেন না দাবিগুলি কী? তাহলে কি তাঁকে দাবি জানানো হচ্ছে না?”