নাড্ডা সাহেব অঙ্কটা নিশ্চয় জানেন, কটাক্ষ দোলার

তিন মাস স্বপ্ন দেখার জন্য নাড্ডাদের সময় দিচ্ছি, বললেন দোলা সেন

নাড্ডা সাহেব অঙ্কটা নিশ্চয় জানেন, কটাক্ষ দোলার
Follow Us:
| Updated on: Feb 06, 2021 | 4:35 PM

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পক্ষে। নাড্ডাকে জবাব দিতে তা অঙ্ক কষে বুঝিয়ে দিলেন দোলা সেন। মমতা যে কৃষকদের পক্ষে সেটা প্রমাণ করার জন্য কোনও প্রকল্পের উদাহরণ দেওয়ার দরকার হয় না, বলে শনিবার উল্লেখ করেন রাজ্যসভার এই সাংসদ।

দেশের অন্যান্য রাজ্যে কার্যকর হলেও পশ্চিমবঙ্গে মোদী সরকরের ‘কিষাণ নিধি সম্মান’ চালু করা হয়নি। এই বিষয়টাকে বহুদিন ধরেই সামনে এনে আক্রমণ শানাচ্ছে বিজেপি। এবার তাৎপর্যপূর্ণভাবে দিল্লি যখন কৃষক বিক্ষোভে উত্তাল, তখন বাংলায় এসে ফের কৃষি প্রকল্প নিয়েই মমতা বন্দোপাধ্যায়কে বিঁধলেন জেপি নাড্ডা। শুক্রবার তিনি বলেন, “কিষাণ নিধি সম্মান চালু না করে বাংলার ৭০ লক্ষ কৃষকের সঙ্গে অন্যায় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

আরও পড়ুন: মমতার মতো হতে চান বাহা

এরপরই তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দোলা সেন বলেন, “মমতা যে কৃষকদের পক্ষে সেটা প্রমাণ করার জন্য কোনও প্রকল্পের উদাহরণ দেওয়ার দরকার হয় না। সিঙ্গুরের কৃষকদের পাশে দাঁড়িয়ে মমতা ২৬ দিনের ঐতিহাসিক অনশন আন্দোলন করেছিলেন। জেপি নাড্ডাদের তাই কৃষকদের বিষয়ে মমতা বন্দোপাধ্যায়কে কোনও উপদেশ দেওয়ার দরকার নেই।” দোলা সেনের দাবি, আয়ুস্মান ভারত বা কিষাণ নিধি সম্মান যোজনা কোনোটাতেই রাজ্য সরকার বাধা দিচ্ছে না। এটা রাজ্য সকারের পলিসি নয়। রাজ্যের মানুষের স্বাধীনতা আছে ওই প্রকল্প গ্রহণ করার। কিন্তু বাংলার কৃষক ওই প্রকল্প গ্রহণ করছে না বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: শুভেন্দুর তৃণমূল ছাড়ার আসল কারণ জানালেন অভিষেক

এদিন দোলা আরও বলেন, “মমতা বন্দোপাধ্যায় ২০১১, ১২ বা ১৩ তে যে সব ঘোষণা করেছেন, কেন্দ্র ২০১৬-১৭-১৮ তে গিয়ে সেই সব প্রকল্প আনছে।” ‘নাড্ডা সাহেব’ কে তোপ দেগে এরপরই দোলা মনে করিয়ে দেন, কেন্দ্রীয় সরকার ৬ বার ‘কৃষি কর্মন’ পুরস্কার বাংলাকে দিল কী করে? বাংলার কৃষকরা বঞ্চিত হলে অন্য রাজ্য ছেড়ে পশ্চিমবঙ্গকে পুরস্কার দেওয়ার জন্য কেন বেছে নিল কেন্দ্র, সেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন দোলা।

কেন্দ্র ও রাজ্যের কৃষি প্রকল্পের তুলনা টেনে দোলা সেন বলেন, ‘কৃষক বন্ধু প্রকল্পে’ এতদিন বছরে ৫০০০ টাকা দিতেন মমতা। শুক্রবার পেশ করা রাজ্য বাজেটে সেটা বাড়িয়ে ৬০০০ টাকা করা হয়েছে। এক একর জমির জন্য যেখানে মমতার প্রকল্পে ৬০০০ টাকা পাওয়া যাবে, সেখানে মোদীর প্রকল্পে একর প্রতি ১২১৪ টাকা পাবেন। তিনি আরও জানান, রাজ্য সরকার ফসলের সব বীমা দেয়, কিন্তু কিষাণ নিধি অনুযায়ী কৃষি বীমা দিতে হয় কৃষকদের। নাড্ডার উদ্দেশে দোলা বলেন, “নাড্ডা সাহেব অঙ্কটা নিশ্চয় জানেন!”

শনিবার মালদহের সাহাপুরে কৃষক সুরক্ষা অভিযানে নাড্ডা বলেন, “এবার ‘পিসি ভাইপো’কে হাত জোড় করে বিদায় জানাবে বাংলার মানুষ। দোলার জবাব, মমতাকে এ রাজ্যের মানুষ টাটা করে দেবেন, এই স্বপ্ন জেপি নাড্ডারা দেখুন, কাউকে স্বপ্ন দেখতে আমরা বাধা দিতে চাই না। তিন মাস স্বপ্ন দেখার জন্য স্বাগত জানাই।”