Kolkata Accident: চাকায় পিষ্ট মহিলাকে হিঁচড়ে নিয়ে গেল কলকাতা পুরনিগমের ডাম্পার, ঘটনাস্থলেই মৃত্যু

Kolkata Accident: এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, বেপরোয়াভাবে চালানো হচ্ছিল ডাম্পারটি।

Kolkata Accident: চাকায় পিষ্ট মহিলাকে হিঁচড়ে নিয়ে গেল কলকাতা পুরনিগমের ডাম্পার, ঘটনাস্থলেই মৃত্যু
দুর্ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ
Follow Us:
| Edited By: | Updated on: Feb 25, 2023 | 1:32 PM

কলকাতা: ডাম্পারে পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। শনিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে কলকাতার ডি এল খান রোডে। ডাম্পারটি ছিল কলকাতা পুরনিগমের। তারই চাকায় পিষ্ট হয়ে যান বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, প্রায় ১০০ মিটার পর্যন্ত এই মহিলাকে হিঁচড়ে নিয়ে যায় ডাম্পারটি। ঘটনাস্থলেই মৃত্যু ওই মহিলার। তিনি ডি এল খান রোড সংলগ্ন বিদ্যাসাগর কলোনির বাসিন্দা বলে জানা গিয়েছে। বেপরোয়াভাবে ডাম্পারটি চালানো হচ্ছিল বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ডি এল খান রোডে। এলাকার বাসিন্দাদের দাবি, গাড়িগুলি সিগনাল মানে না। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তাকে ঘিরে চরম বিক্ষোভ চলছে এলাকায়। ডি এল খান রোডে অবরোধও করেন বাসিন্দারা।

মৃতার নাম মায়া রায়, বয়স ৬১। জানা গিয়েছে, কলকাতা পুরসভার ডাম্পারটি ধনধান্য সেতুর দিক থেকে রেসকোর্সের দিকে যাচ্ছিল। সেই সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই মহিলা। বিদ্যাসাগর কলোনির বাসিন্দা। প্রতি শনিবার করেই রাস্তার শেষ প্রান্তে থাকা একটি মন্দিরে পুজো দিতে যেতেন তিনি। এদিনও সকালবেলা পুজো দিতেই যাচ্ছিলেন। তখনই এই ঘটনা ঘটে। দ্রুতগতিতে আসা গাড়িটির সামনে পড়ে যান ওই মহিলা। ডাম্পারটি বেশ খানিকটা রাস্তা হিঁচড়ে নিয়ে যাওয়ার পর ওই মহিলার মাথার ওপর দিয়ে চলে যায় বলে অভিযোগ।

মায়া দেবীর স্বামী কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত কর্মচারী বলে জানা গিয়েছে। ডিজি সাউথ আকাশ মাঘারিয়া ঘটনাস্থলে পৌঁছলে তাঁকে ঘিরে চলে বিক্ষোভ। এক বাসিন্দা বলেন, ‘দিনের পর দিন ঝুঁকি নিয়ে চলতে হয় আমাদের। এখানে কোনও বাস ঢুকতে দেওয়া হয় না। বড় বড় ডাম্পার যাওয়া-আসা করে। আমাদের কোনও নিরাপত্তা নেই। কোনও নিয়ম নেই। সিগন্যাল মানে না কোনও গাড়ি।’