Durga Puja Carnival: বাড়ছে প্রতিমার সংখ্যা, ২ বছর পর ফের রেড রোডে সাজো সাজো রব
Durga Puja Carnival: ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ হিউম্যানিটির বা আবহমান ঐতিহ্যে তালিকায় দুর্গা পুজোর নাম ওঠার পর এবারই প্রথম কার্নিভাল।
কলকাতা: করোনা পরিস্থিতির জেরে গত দু বছর কার্নিভাল হয়নি রেড রোডে। এবার তাই সাজো সাজো রব। প্রশাসনিক স্তরে সবরকমের প্রস্তুতি নেওয়া হয়েছে ইতিমধ্যেই। আর এ বছর পুজোর জৌলুস অন্যবারের তুলনায় অনেকটাই বেশি, কারণ ইউনেস্কো দুর্গা পুজোকে হেরিটেজ তকমা দেওয়ার পর এবছরই প্রথম কার্নিভাল হতে চলেছে।
আগামী ৮ অক্টোবর, শনিবার, বিকেল সাড়ে চারটে থেকে শুরু হবে কার্নিভাল। প্রায় চার ঘণ্টা ধরে কার্নিভাল চলতে পারে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা। কলকাতা ও আশপাশের বিভিন্ন জায়গা থেকে মোট ৯৯ টি পুজো কমিটির প্রতিমা আসবে কার্নিভালে। এই ৯৯ টি পুজো কমিটি রাজ্য সরকারের ২০২২ সালের বিশ্ববঙ্গ শারদ সম্মানের বিভিন্ন বিভাগে পুরস্কার জিতে নিয়েছে।
পরিকল্পনা নেওয়া হয়েছে, পুলিশ মেমোরিয়ালের দিক থেকে প্রতিমাগুলি এগিয়ে যাবে মূল মঞ্চের সামনে। আর সেই সময়ে ওই সব পুজোর সঙ্গে তাল মিলিয়ে বাজতে থাকবে আবহসঙ্গীত। বা থিম সং। নিজেদের উদ্যোগেই বিভিন্ন পুজোর উদ্যোক্তারা প্রতিমার সঙ্গে সুসজ্জিত ট্যাবলোর ব্যবস্থা করেছেন। আগেও যেমন বর্ণাঢ্য অনুষ্ঠান দেখা গিয়েছে, এবারও তেমনটাই দেখা যাবে বলে মনে করা হচ্ছে।
অনুষ্ঠানের শুরুতে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সরকারি উদ্যোগে সেই অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের। শারীরিক অসুস্থতার কারণে সম্ভবত অনুষ্ঠানে মঞ্চে দেখা যাবে না সৌরভ জায়ার নৃত্য।
যেহেতু ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ হিউম্যানিটির বা আবহমান ঐতিহ্যে তালিকায় দুর্গা পুজোর নাম ওঠার পর এবারই প্রথম কার্নিভাল হচ্ছে, তাই অংশগ্রহণকারী পুজো কমিটির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালে শেষবার কার্নিভাল হয়। সেবার ৭৫ টি প্রতিমা প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। এবার তা বাড়িয়ে ৯৯ করা হয়েছে।
রেড রোডের দু দিকে প্যান্ডেল বা ম্যারাপ বাঁধার কাজ প্রায় শেষের পথে। আর সঙ্গে থাকছে বিশেষ আলোকসজ্জা। জানা যাচ্ছে, ইউনেস্কোর সৌজন্য এবার বিদেশি পর্যটকদের উপস্থিতি থাকবে চোখে পড়ার মতো। সেই সব পর্যটকদের জন্য বিশেষ পাসের ব্যবস্থা করা হয়েছে রাজ্যের পর্যটন দফতরের তরফে। অনুষ্ঠান মঞ্চে থাকার কথা ইউনেস্কোর প্রতিনিধিদের।
কলকাতা আর লাগোয়া এলাকার কার্নিভাল আগামী শনিবার হবে কার্নিভাল। তার আগের দিন অর্থাৎ ৭ অক্টোবর, শুক্রবার, রাজ্যের ২২ টি জেলায় একই রকমের পুজো কার্নিভাল হবে জানিয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন।