Durga Puja: এ বছর পুজোর কার্নিভাল কবে? জানিয়ে দিলেন মমতা
Durga Puja Carnival: এই বছর দুর্গাপুজোর কার্নিভাল হবে ২৭ অক্টোবর। ২৪ তারিখ দশমী। যে পুজো কমিটিগুলি দুর্গাপুজোর কার্নিভালে ডাক পাবে, তারা প্রতিমা বিসর্জন দেবে ২৭ তারিখ।
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাংলার দুর্গাপুজোকে আরও বৃহৎ মাত্রায় নিয়ে গিয়েছেন। বিশ্ব আঙিনায় পৌঁছে গিয়েছে বাঙালির দুর্গোৎসব। প্রতি বছর জাঁকজমক করে দুর্গাপুজোর কার্নিভাল আয়োজিত হয় শহরে। কলকাতা ও শহরতলির সব বড় পুজো কমিটিগুলি সেই কার্নিভালে অংশ নেয়। এই বছর দুর্গাপুজোর কার্নিভাল হবে ২৭ অক্টোবর। ২৪ তারিখ দশমী। যে পুজো কমিটিগুলি দুর্গাপুজোর কার্নিভালে ডাক পাবে, তারা প্রতিমা বিসর্জন দেবে ২৭ তারিখ। বাকি পুজো কমিটিগুলি ২৪, ২৫ ও ২৬ তারিখ প্রতিমা বিসর্জন করতে পারবে। এদিন নেতাজি ইনডোরে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, গতবছর থেকে কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল আলাদা মাত্রা পেয়েছে। কলকাতার দুর্গাপুজো ইউনেসকোর স্বীকৃতি পেয়েছে। তারপর আরও ব্যাপক আকারে পেয়েছে পুজোর কার্নিভাল। জৌলুস আরও বেড়েছে। ধুমধাম করে গতবছর দুর্গাপুজোর কার্নিভাল আয়োজিত হয়েছে। শহরের সব বড় পুজোগুলির ট্যাবলো এসে মিলিত হয় এক জায়গায়। তা দেখতে প্রচুর মানুষ ভিড় জমান শহরে।
এদিকে এবারের দুর্গাপুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কোনও খামতি রাখছে না রাজ্য পুলিশ, প্রশাসন। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য থেকে শুরু করে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী উভয়ের মুখেই প্রত্যয়ী সুর। আরও ভালভাবে, আরও শৃঙ্খলাবদ্ধভাবে দুর্গাপুজো পালন করার বার্তা দিচ্ছেন তাঁরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, পুজোর দিনগুলিতে হেল্পলাইন নম্বর যাতে ঠিকঠাকভাবে কাজ করে সেদিকে নজর রাখার জন্য। একইসঙ্গে পাবলিক অ্যানাউন্সমেন্টও যাতে ঠিকঠাকভাবে হয়, সেই বার্তাও দেন মমতা। প্রসঙ্গত, কলকাতার দুর্গাপুজো দেখতে প্রচুর মানুষ শহরে ভিড় জমান। শুধু শহর বা শহরতলিই নয়, দূরবর্তী জেলাগুলি এমনকী বিদেশ থেকেও প্রচুর মানুষ আসেন শহরে। আর সেক্ষেত্রে পুজোর দিনগুলি যাতে সুষ্ঠুভাবে কাটে তা নিশ্চিত করতে তৎপর রাজ্য সরকার।