Duttapukur Blast: দত্তপুকুর বিস্ফোরণ-কাণ্ডে হাইকোর্টে জোড়া মামলা দায়ের, CBI-NIA তদন্ত চাইল বিজেপি
Duttapukur Blast: উল্লেখ্য, এর আগেও বহু বিস্ফোরণ কাণ্ডে দেখা গিয়েছে এনআইএ তদন্ত দেওয়া হলেও রাজ্য সরকারের তরফে কোনও সহযোগিতা করতে দেখা যায়নি।
কলকাতা: দত্তপুকুর- বিস্ফোরণ কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন একজন। এর মধ্যেই আবার জোড়া মামলা বিজেপি-র। আদালতের দ্বারস্থ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও রাজর্ষি লাহিড়ি। সিবিআই ও এনআইএ তদন্তের দাবিতে মামলা করা হয়েছে বলে খবর।
এর আগে দেখা গিয়েছে হাইকোর্ট এনআইএ তদন্ত দিলেও রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কোনও রকম সাহায্য না করার অভিযোগ ওঠে। রাম নবমীর সময় অশান্তির ঘটনায় শিবপুর, হাওড়া, ডালখোলা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার অভিযোগ উঠেছিল। সেই সময় কলকাতা হাইকোর্টে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। তিনিই প্রথমে রাম নবমীতে হিংসার ঘটনার তদন্তে এনআইএ তদন্তের দাবি জানান। হাইকোর্টে দীর্ঘ শুনানির পর এনআইএ-র হাতে তদন্তভার দেওয়া হয়। কিন্তু এরপরও রাজ্য সহযোগিতা করছে না। এই অভিযোগে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এনআইএ। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই অভিযোগ জানান এনআইএর আইনজীবী।
বিস্ফোরণ কাণ্ডের ঘটনায়, শুভেন্দু অধিকারীর করা মামলায় আজ এই বিষয়টিও উল্লেখ করা হয়। এছাড়াও, এই বিস্ফোরণ কীভাবে ঘটল, এত মানুষ কীভাবে মারা গেলেন গোটা বিষয়টিই যাতে এনআইএ খতিয়ে দেখে তাও উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। আগামিকাল সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি রয়েছে।
রবিবার বিস্ফোরণের ঘটনার পরই এনআইএ তদন্তের দাবি জানিয়ে সরব হয়েছিল বিজেপি। শমীক ভট্টাচার্য প্রশ্ন করেছিলেন, কোন শব্দ তৈরি করতে গেলে স্টোনচিপস লাগে? তাঁর দাবি ছিল, ওই এলাকায় স্টোন চিপস সহ একাধিক রাসায়নিকের সন্ধান মিলেছে। ওই এলাকায় লুকিয়ে বোমা তৈরি হত, মারণাস্ত্র তৈরি হত। আর জেলায়-জেলায় এই বোমা তৈরি হচ্ছে বলে দাবি করেছিলেন শমীক। আর এই তদন্ত রাজ্য পুলিশকে দিয়ে হবে না বলেও স্পষ্ট জানান বিজেপি নেতা। এরপরই এনআইএ তদন্তের দাবি জানান তিনি।