পুজোর আগে কোনও ভাবেই শিয়ালদহ পর্যন্ত মেট্রো চলাচল সম্ভব নয়, বাধা হচ্ছে যে সমস্ত কারণ…

Sealdah Metro: এখনও সিগনালিং-কমিউনিকেশনের কাজ বাকি রয়েছে। স্টেশনে স্লাইডিং ডোর বসানোর কাজও হয়নি। বাকি আরও বেশ কিছু কাজ।

পুজোর আগে কোনও ভাবেই শিয়ালদহ পর্যন্ত মেট্রো চলাচল সম্ভব নয়, বাধা হচ্ছে যে সমস্ত কারণ...
ফাইল চিত্র।করোনার আতঙ্ক কাটিয়েই পুজোর বাজারহাট করা শুরু করে দিয়েছে শহর থেকে রাজ্যবাসী। ফলে গত একমাস আগেও শহরের লাইফলাইনে যা ভিড় হচ্ছিল, এই মুহূর্তে জনসমাগম ঘটছে তার থেকে বেশি। ইতিমধ্যেই এসপ্লানেড ও গড়িয়াাহাটে পসার জমে উঠেছে। ফলে পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2021 | 7:19 PM

কলকাতা: লক্ষ্যমাত্রা থাকলেও পুজোর আগে চালু হচ্ছে না ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ পর্যন্ত পরিষেবা। মেট্রো রেল আধিকারিকদের বক্তব্য, পুজোর আগে নির্মাণ কাজ শেষ করে যাত্রী পরিষেবা যাতে শুরু করা যায় তার জন্য যথেষ্ট উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। কিন্তু আপাতত তা সম্ভব হচ্ছে না।

ইস্ট ওয়েস্ট মেট্রোর অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট এই শিয়ালদহ অবধি পরিষেবা। শিয়ালদহ থেকে মেট্রো পরিষেবা শুরু হলে একটা বড় অংশের মানুষ, যাঁরা শিয়ালদহ উত্তর কিংবা শিয়ালদহ দক্ষিণে যাতায়াত করেন, তাঁরা সরাসরি নিউটাউন, সল্টলেক, সেক্টর ফাইভ যাতায়াত করতে পারতেন। শিয়ালদহকে মাঝখানে রেখে একদিকে থাকবে এসপ্লানেড মেট্রো স্টেশন, অন্যদিকে ফুলবাগান। প্রায় ২৭টির কাছাকাছি টিকিক কাউন্টার থাকবে শিয়ালদহ মেট্রো স্টেশনে। কারণটা অবশ্যই ‘যাত্রী জোয়ার’। একাধিক চলমান সিঁড়ি, লিফট থাকবে স্টেশনে। একেবারে নজরকাড়া মেট্রো স্টেশন। কিন্তু পুজোর আগে এই পরিষেবা কোনও ভাবেই চালু করা সম্ভব নয়।

মেট্রোর রেলের আধিকারিকদের কথায়, এখনও সিগনালিং-কমিউনিকেশনের কাজ বাকি রয়েছে। স্টেশনে স্লাইডিং ডোর বসানোর কাজও হয়নি। সম্পূর্ণ হয়নি বিদ্যুতায়নের কাজও। সাজানোও বাকি স্টেশনগুলি। সে সব হলে তার পর ট্রায়াল রানের জন্য ছুটবে মেট্রো রেল। তাও প্রায় মাস খানেকের ধাক্কা। এরপর কমিশন অব রেলওয়ে সেফটি পরিদর্শনে আসবে। তাদের নতুন কোনও পরামর্শ থাকলে তা জানাবে। সে সমস্ত কাজও বেশ খানিকটা সময় নিয়ে নেবে। এরপর চূড়ান্ত ছাড়পত্র পেলে তবে মেট্রো চলাচল।

মেট্রো আধিকারিকদের বক্তব্য, সমস্ত দিক খতিয়ে দেখলে আরও অন্তত চার মাস সময় লেগে যাবে শিয়ালদহের কাজ সম্পূর্ণ হতে। তারপর শুরু করা যাবে যাত্রী পরিষেবা। ফলে পুজোর আগে লক্ষ্যমাত্রা থাকলেও চলতি বছরের শেষের আগে শিয়ালদহ পর্যন্ত যাত্রী পরিষেবা শুরুর কোনও সম্ভাবনা নেই। আরও পড়ুন: ঘরে পড়ে স্বামীর রক্তাক্ত দেহ, উপড়ানো চোখ! প্রেমিকের সঙ্গে পালিয়েও শেষমেশ পুলিশের জালে স্ত্রী

COVID third Wave