ED Chargesheet: বড় নামের উল্লেখ, রেশন দুর্নীতিতে দ্বিতীয় চার্জশিট দিতে চলেছে ইডি
ED Chargesheet: রেশন দুর্নীতির টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের হাত থেকে কীভাবে শঙ্করের মাধ্যমে বিদেশে পাচার হয়েছে তাঁর উল্লেখ চার্জশিটে। উল্লেখ থাকবে দুবাইতে যে সংস্থায় রেশন দুর্নীতির টাকা লগ্নি করা হয়েছে তাঁর নামও।
কলকাতা: রেশন দুর্নীতি মামলায় দ্বিতীয় চার্জশিট দিতে চলেছে ইডি। আগামী সপ্তাহের মঙ্গলবার চার্জশিট দেওয়ার সম্ভবনা। বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর আঢ্য এবং তাঁর বিভিন্ন ফরেক্স সংস্থার বিরুদ্ধে চার্জশিট দেবে ইডি। শঙ্কর ছাড়াও, তাঁর পরিবারের আরও কয়েকজনের নাম চার্জশিটে উল্লেখ থাকার সম্ভবনা। নাম উল্লেখ থাকার সম্ভবনা ফরেক্স ছাড়াও শঙ্কর ও তাঁর পরিবারের আরও কয়েকটি কোম্পানির। রেশন দুর্নীতির টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের হাত থেকে কীভাবে শঙ্করের মাধ্যমে বিদেশে পাচার হয়েছে তাঁর উল্লেখ চার্জশিটে। উল্লেখ থাকবে দুবাইতে যে সংস্থায় রেশন দুর্নীতির টাকা লগ্নি করা হয়েছে তাঁর নামও। এর আগে জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমানের বিরুদ্ধে রেশন দুর্নীতিতে চার্জশিট দিয়েছে ইডি।
রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর ঘনিষ্ঠ বাকিবুর রহমানের বিরুদ্ধে প্রথম চার্জশিট জমা দিয়েছে ইডি। সেখানে অন্তত ২০ হাজার কোটি টাকা রেশন দুর্নীতি মামলায় বিদেশে পাচার করা হয়েছে বলে ইডি চার্জশিটে উল্লেখ করেছে। ইডি-র দাবি, সেই টাকা শঙ্কর আঢ্য নামে বিদেশে পাচার করা হয়েছে। সেই সূত্রেই শঙ্করকে গ্রেফতার করা হয়।
এবার ইডি দ্বিতীয় চার্জশিট পেশ করতে চলেছে। সূত্রের খবর, সেখানে শঙ্কর আঢ্যর নাম যেমন থাকছে, তাঁর পাশাপাশি পরিবারের একাধিক সদস্যের নাম থাকছে। রেশন দুর্নীতির মামলায় বিদেশি মুদ্রায় কনভার্ট করে পাচার করা হত। দুবাই ও UAE তে যে সংস্থাগুলোর মাধ্যমে লগ্নি করা হয়েছে এই দুর্নীতির টাকা, সেটাও এই চার্জশিটে উল্লেখ থাকবে বলে সূত্রের খবর।