Bibhas Adhikari: বিভাসকে নিয়ে কার্তিক বোস স্ট্রিটের ফ্ল্যাটে ED-র তল্লাশি, কীসের খোঁজ করছেন গোয়েন্দারা?
Recruitment Scam: সূত্র মারফত জানা যাচ্ছে, ওই ফ্ল্যাটের ভিতরে ইডির আধিকারিকরা থাকতে পারেন এবং সম্ভবত বিভাসকে সঙ্গে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা।
কলকাতা: কার্তিক বোস স্ট্রিটের ধারে বিভাস অধিকারীর (Bibhas Adhikari) যে ফ্ল্যাটটি রয়েছে, সেটি তালা মেরে সিল করে দিয়ে গিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) আধিকারিকরা। চারতলায় বিভাসের ওই ফ্ল্যাটে এবার ভাঙা হল ইডির সিল করা গেট। ভিতরে কারা রয়েছে, সেই বিষয়টি স্পষ্ট নয়। তবে ওই ফ্ল্যাটের নীচে অর্থমন্ত্রকের বোর্ড সাঁটানো দুটি চার চাকার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। একটি গাড়িতে নীলবাতি লাগানো রয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, ওই ফ্ল্যাটের ভিতরে ইডির আধিকারিকরা থাকতে পারেন এবং সম্ভবত বিভাসকে সঙ্গে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা।
বিভাস অধিকারীর ওই ফ্ল্যাটের এক প্রতিবেশী জানান, এদিন দুপুরের দিকে ওই ফ্ল্যাটে লোকজন আসেন। এদিকে ওই ফ্ল্যাটের নীচে সাদা বসনের বেশ কয়েকজন আশ্রমিকও ভিড় জমান। তাঁরাও জানাচ্ছেন, সংবাদমাধ্যম মারফত খবর পেয়ে তাঁরা সেখানে এসেছেন। আশ্রমিকরা বলছেন, শ্রদ্ধানন্দ পার্কে তাঁদের একটি অনুষ্ঠান ছিল। সেখান থেকেই তাঁরা এসেছেন বলে জানালেন সাদা বসনের ওই ব্যক্তিরা। এদিকে গতকাল বীরভূমের নলহাটি বিভাস অধিকারীর এলাকায় টিভি নাইন বাংলার দুই প্রতিনিধিকে মারধরের খবরও শুনেছেন তাঁরা। আশ্রমিকরা বলছেন, গতকাল যা ঘটেছে তা অন্যায় হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার বিভাস অধিকারীকে তলব করেছিলেন ইডির আধিকারিকরা। অনুমান করা হচ্ছে, বিভাস অধিকারীকে সঙ্গে নিয়ে ইডির আধিকারিকরা ওই ফ্ল্যাটের ভিতরে রয়েছেন। এদিকে ওই ফ্ল্যাটের প্রতিবেশীরা জানাচ্ছেন, প্রায় ঘণ্টা দুয়েক আগে ওই ফ্ল্যাটের ভিতরে কেউ বা কারা ঢুকেছে। এখনও ওই ফ্ল্যাট ভিতর থেকে বন্ধ রয়েছে। উল্লেখ্য, এই ফ্ল্যাট সিল করার আগেও একদফা তল্লাশি চলেছিল। পরবর্তীতে তাপস ও কুন্তলকে জেরা করে যেসব তথ্য উঠে এসেছে, তারপর আবার বিভাসকে সঙ্গে নিয়ে ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন কার্তিক বোস স্ট্রিটের ধারের ফ্ল্যাটে। এর আগে একাধিকবার বিভাস শারীরিক অসুস্থতার কথা দেখিয়ে হাজিরা এড়িয়েছেন। এমন অবস্থায় আজ বিভাসকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটে হাজির ইডির গোয়েন্দারা।