ED Raid: CC2-এর পাশে কুন্তলের ভাড়াটে ফ্ল্যাট, সকাল-সকাল হাজির ED-র গোয়েন্দারা

ED Raid: সূত্রের খবর, রাজারহাটের ওই আবাসনে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা সেখানে আসেন। সেখানে কর্মরত নিরাপত্তারক্ষীদের কাছ থেকে কুন্তল ঘোষের ফ্ল্যাটের ঠিকানা জানতে চান। এরপর তাঁরা ন'তলায় পৌঁছন।

ED Raid: CC2-এর পাশে কুন্তলের ভাড়াটে ফ্ল্যাট, সকাল-সকাল হাজির ED-র গোয়েন্দারা
ইডি-র অভিযানImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2023 | 12:30 PM

কলকাতা: শহরে ফের হানা দিল ইডি। সিটি সেন্টার ২-এর কাছে একটি আবাসনে চলছে তল্লাশি। এই আবাসনেই ফ্ল্যাট রয়েছে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া প্রাক্তন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের। গ্রেফতার হওয়ার দিনও তিনি এই ফ্ল্যাটেই ছিলেন তিনি।

সূত্রের খবর, রাজারহাটের ওই আবাসনে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা সেখানে আসেন। সেখানে কর্মরত নিরাপত্তারক্ষীদের কাছ থেকে কুন্তল ঘোষের ফ্ল্যাটের ঠিকানা জানতে চান। এরপর তাঁরা ন’তলায় পৌঁছন। আবাসনের কর্তৃপক্ষর দাবি, এই ফ্ল্যাটে কুন্তল ঘোষ ভাড়া নিয়ে থাকতেন। তবে কুন্তল গ্রেফতার হওয়ার পর বর্তমানে সেখানে ফ্ল্যাটের মালিক নিজেই বসবাস করছেন। প্রাথমিকভাবে অনুমান, নিয়োগ দুর্নীতি তদন্তেই এ দিন হানা দিয়েছেন গোয়েন্দারা। সেক্ষেত্রে মনে করা হচ্ছে, ফ্ল্যাট মালিকের সঙ্গে কুন্তলের সম্পর্ক, আদতে তিনিই এই ফ্ল্যাটের মালিক কি না, এই সমস্ত যাবতীয় বিষয় খতিয়ে দেখতেই আধিকারিকরা সেখানে এসেছেন। ইতিমধ্যেই ফ্ল্যাটের বিভিন্ন বাসিন্দাদের সঙ্গেও কথা বলছেন গোয়েন্দারা।

এ দিকে, আজ আবার সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিয়েছেন বরাহনগর পুরসভার চেয়ারপারসন অপর্ণা মৌলিক। সোমবারও পুরনিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিয়েছিলেন অপর্ণা। দীর্ঘ বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। এরপর আজ ফের নথি সহ ইডি দফতরে হাজিকা দিলেন অপর্ণা মৌলিক।