Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে বিউটি পার্লার মালকিন সোমার বাড়ি-গাড়ির হিসাব চাইল ইডি
Recruitment Scam: সূ্ত্রের খবর, এই নিয়ে দ্বিতীয়বার সোমা চক্রবর্তীকে ইডি দফতরে তলব করা হয়েছে। তাঁর কোথায় কত সম্পত্তি রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কত? কটা বাড়ি রয়েছে তার সমস্ত কিছু জানতে চাওয়া হয়েছে।
কলকাতা: নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের ঘনিষ্ঠ সোমা চক্রবর্তীর সম্পত্তিতে নজর ইডি। সূত্রের খবর, সোমার থেকে তাঁর আয়-ব্যায়ের হিসাব চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর কোথায় কত সম্পত্তি-এবং কত বাড়ি রয়েছে তা জানাতে বলা হয়েছে।
সূ্ত্রের খবর, এই নিয়ে দ্বিতীয়বার সোমা চক্রবর্তীকে ইডি দফতরে তলব করা হয়েছে। তাঁর কোথায় কত সম্পত্তি রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কত? কটা বাড়ি রয়েছে তার সমস্ত কিছু জানতে চাওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগেও তলব করা হয়েছিল সোমা চক্রবর্তী নামে এই মহিলাকে দীর্ঘ ছ ঘন্টা কুড়ি মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকেরা। এ দিন, দুপুরেই ইডি অফিসে যান তিনি। সন্ধ্যা ৭ টা ২২ মিনিট নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান তিনি। মূলত লেনদেনের বিষয়েই তাঁকে প্রশ্ন করা হয়েছিল বলে সূত্রের খবর। কুন্তল ঘোষের সঙ্গে তাঁর লেনদেন কথা জানতে পেরেই তাঁকে তলব করা হয়েছিল বলে সূত্রের খবর।
সোমার বয়ান রেকর্ড হয়েছে বলে ইডি সূত্রে খবর। পাশাপাশি, বেশ কিছু তথ্যও জমা দিয়েছেন সোমা। যদিও, সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি তিনি। জানা গিয়েছে, দক্ষিণ কলকাতায় একটি পার্লার রয়েছে তাঁর।
সূত্রের দাবি, কুন্তলের সঙ্গে ব্যাঙ্কে লেনদেনের সূত্রে তলব করা হয়েছিল সোমাকে। মিডলম্যানের মাধ্যমে মোটা টাকার লেনদেনের হদিশ মেলে বলে সূত্রের দাবি। এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে, তাহলে কি কুন্তলের টাকা স্যালোঁ ব্যবসাতেও খাটানো হত? ইডি জানতে চায়, কেন সোমার অ্যাকাউন্টে টাকা গিয়েছে।