Partha Chatterjee PS Sukanta Acharya: অর্পিতা ছাড়াও পার্থর অফিসে আর কে-কে যেতেন? গুরুত্বপূর্ণ তথ্যের খোঁজে ফের তলব মন্ত্রীর আপ্ত-সহায়ককে

Kolkata: সূত্রের খবর, বৃহস্পতিবার অর্থাৎ ২৮ জুলাই সুকান্তবাবুকে তলব করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের মূল উদ্দেশ্য কারণ, আপ্ত-সহায়কদের কাজ হল মন্ত্রীকে সব রকম ভাবে সহায়তা করা।

Partha Chatterjee PS Sukanta Acharya: অর্পিতা ছাড়াও পার্থর অফিসে আর কে-কে যেতেন? গুরুত্বপূর্ণ তথ্যের খোঁজে ফের তলব মন্ত্রীর আপ্ত-সহায়ককে
সুকান্ত আচার্য, পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত-সহায়ক (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jul 28, 2022 | 10:09 AM

কলকাতা: আবারও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত-সহায়ক সুকান্ত আচার্যকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার সিজিও কম্পপ্লেক্সে তলব করা হল তাঁকে। এর আগেও তাঁকে র্যাডারে রাখা হয়েছিল। প্রথম পর্বে জিজ্ঞাসাবাদও করা হয়। এবার তাঁকে সিজিও-তে তলব করা হল।

সূত্রের খবর, বৃহস্পতিবার অর্থাৎ ২৮ জুলাই সুকান্তবাবুকে তলব করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের মূল উদ্দেশ্য কারণ, আপ্ত-সহায়কদের কাজ হল মন্ত্রীকে সব রকম ভাবে সহায়তা করা। সেক্ষেত্রে মন্ত্রীর কাছে কে বা কারা আসতেন, পার্থবাবুর কাছে সুপারিশের কোনও চিঠি আসত কি না, এলে কার-কার মাধ্যমে আসত, নিয়োগ সংক্রান্ত দুর্নীতি যে চলছে এই বিষয়ে সুকান্তবাবু কী জানতেন তার জন্যই তলব করা হয়েছে।

মূলত, অভিযোগ উঠছে এই ঘটনায় বিভিন্ন জায়গা থেকে বিধায়ক ও মন্ত্রীরা সুপারিশের চিঠি পাঠাতেন। ফলত তাঁদের কোন-কোন প্রার্থী নিয়োগ করতে হবে সেই সমস্থ বিষয় পর্যবেক্ষণ আপ্ত সহায়করা করে থাকেন। সেই কারণে আপ্ত-সহায়ককের ভূমিকা অত্যন্ত জরুরি। ইডি আধিকারিকরা এ দিন সুকান্তবাবুকে প্রশ্ন করতে পারেন যে অর্পিতা মুখোপাধ্যায় কি পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী থাকাকালীন তাঁর অফিসে যেতেন? গেলে কতবার যেতেন? বাকি সন্দেহজনক আর কারা-কারা যেতেন ? তা জানার জন্যই তলব করা হয়েছে সুকান্ত আচার্যকে।

উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকে শুরু হয় ধরপাকড়। এরপর তলব করা হয় সুকান্ত আচার্যকে। তাঁর বাড়িতে যান ইডি আধিকারিকরা। দফায়-দফায় চলে জেরা। সব মিলিয়ে প্রায় ১২ ঘণ্টা ধরে চলে এই ম্যারাথন জেরা। সেই সময় বেশ কিছু তথ্য সামনে আসে বলে খবর।