এবার বড়দিনে খোলা থাকবে কি পানশালা? জেনে নিন বিজ্ঞপ্তি

বিশেষ বিশেষ দিনে নির্ধারিত সময়ের পর খোলা রাখার জন্য পানশালা, ক্লাব কর্তৃপক্ষের তরফে আবগারি দফতরের আবেদন করতে হয়।

এবার বড়দিনে খোলা থাকবে কি পানশালা? জেনে নিন বিজ্ঞপ্তি
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Dec 24, 2020 | 7:59 PM

কলকাতা: অন্যান্য বছরের মতই এবারও বড়দিনে ভোর তিনটে পর্যন্ত খোলা থাকবে শহরের পানশালা। তবে সকলকেই মেনে চলতে হবে কোভিড বিধি। কোনো অবস্থাতেই উৎসবের মরশুমে কোভিডের বাড়বাড়ন্ত না হয় সে কথা মাথায় রেখে আবগারি দফতরের তরফে নির্দেশিকা (SOP)জারি করা হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যে শহরের পানশালা, ক্লাব-রেস্তরাঁ এবং সব হোটেলে পৌঁছেছে সেই নির্দেশিকা।

কোভিড পরিস্তিতিতে পার্ক স্ট্রিট জুড়ে রীতিমত সাজসাজো রব। শহরের ভিড় সামাল দিতে তৎপর লালবাজার, পাশাপাশি থাকছে আবগারি দফতরের কড়া নজরদারি। শহরের ছোট-বড় পানশালা, ক্লাব-রেস্তরাঁগুলির উপর ২৫ ডিসেম্বর রাত থেকেই চালানো হবে বিশেষ নজরদারি।

ছোট-বড় মিলিয়ে কলকাতা শহর জুড়ে প্রায় ১৫০ টি বার-কাম রেস্টুরেন্ট এবং পানশাল রয়েছে। কোভিড পরিস্থিতিতে পানশালায় নাচ-গানের উপরে ইতিপূর্বে বিধিনিষেধ জারি করা হয়েছিল। উৎসবের দিন গুলিতেও সেই নিয়মের সামান্যতম শিথিলতা নয়। একই নির্দেশিকা জারি থাকবে বলেই জানা যাচ্ছে। সেই সঙ্গে সরকারের কোভিড নিয়মাবলী মানতে হবে পানশালা বা রেস্তরাঁ কতৃপক্ষকে। নিয়ম না মানলে যথাযত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আবগারি দফতর সূত্রে খবর।

নির্দেশিকা যে দিকে নজর দিতে বলা হয়েছে:

*প্রত্যেককে ভিতরে ঢোকার জন্য মাস্ক বাধ্যতামূলক। করতে হবে থার্মাল চেকিং এবং স্যানিটাইজার।

*গ্রাহকদের সামান্যতম উপসর্গ থাকলে তাঁদের ভিতরের প্রবেশ করতে না দেওয়া। পাশাপাশি কর্মীদের ক্ষেত্রও একই নিয়ম প্রযোজ্য।

*কোনও অবস্থাতেই ৫০ শতাংশের বেশি গ্রাহক সমবেত না হয়।

*যেখানে আয়োজন করা হবে সেই জায়গায় নিয়মিত স্যানিটাইজ করতে হবে।

আরও পড়ুন- নগ্ন করে মার, উপড়ে ফেলা হয় নখ, যাদবপুরের ব্যবসায়ী অপহরণে অভিযোগকারীর বিরুদ্ধেই ‘অভিযোগ’!

বিশেষ বিশেষ দিনে নির্ধারিত সময়ের পর খোলা রাখার জন্য পানশালা, ক্লাব কর্তৃপক্ষের তরফে আবগারি দফতরের আবেদন করতে হয়। ইতিমধ্যেই উৎসবের মরশুমে সেই সংক্রান্ত বেশ কিছু আবেদন জমা পড়েছে। কোভিড পরিস্তিতে পিছু হটেছে শহরের বেশ কিছু নামী ক্লাব-রেস্তরাঁ। এ বছর তারা অতিরিক্ত সময় খোলা রাখার অনুমিত চেয়ে আবেদন করেনি বলেই আবগারি দফতর সূত্রে খবর।