বাবার বিকৃত যৌন লালসার শিকার নাবালিকা! অন্তঃসত্ত্বা হয়ে পড়ল ১৫ বছর বয়সেই

ওই বছর ১৫ নাবালিকার সঙ্গে দীর্ঘদিন ধরেই জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করত তার বাবা।

বাবার বিকৃত যৌন লালসার শিকার নাবালিকা! অন্তঃসত্ত্বা হয়ে পড়ল ১৫ বছর বয়সেই
প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 16, 2021 | 5:39 PM

কলকাতা: কথায় বলে, একজন মেয়ের সবচেয়ে বড় সম্বল হয় তার বাবা। কিন্তু সেই বাবাই যখন নিজের কুৎসিত রূপ দেখায়, তখন মেয়ের জীবনে কী ধরনের বিপর্যয় নেমে আসতে পারে, তা কল্পনাও করা যায় না। ঠিক যেমনটা ঘটল বিধাননগর কমিশনারটের অন্তর্গত নারায়ণপুর এলাকায়। বাবার বিকৃত যৌন লালসার শিকার হল এক নাবালিকা। এখানেই শেষ নয়। মাত্র ১৫ বছর বয়েসে সে অন্তঃসত্ত্বাও হয়ে পড়ল নিজের বাবার দ্বারা।

স্থানীয় সূত্রে খবর, নারায়ণপুরের ওই বছর ১৫ নাবালিকার সঙ্গে দীর্ঘদিন ধরেই জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করত তার বাবা। দিনের পর দিন জন্মদাতার বিকৃত যৌন লালসার শিকার হলেও সে কিছুট্টি বলেনি। কারণ, এই কথা প্রকাশ্যে আনলেই অভিযুক্ত ব্যক্তি ছোট্ট মেয়েটিকে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিন। এমনকী, প্রাণে মেরে ফেলার হুমকিও নির্যাতিতাকে দেওয়া হত বলে অভিযোগ। সেই জন্যই কোনও মতে মুখ বুজে ছিল সে। কিন্তু অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বুঝতে পারার পরই গত ১৪ অগস্ট নিজের মা-কে সবটা খুলে বলে।

এরপরই নারায়ণপুর থানার দ্বারস্থ হন ওই নাবালিকার মা। ১৪ অগস্ট রাতেই অভিযোগ দায়ের করা হয়। পকসো আইনে নাবালিকার বাবার বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে রবিবার রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত ব্যক্তিকে। গ্রেফতারের পর সোমবার ধৃতকে বারাকপুর আদালতে তোলা হয়। নাবালিকার গোপন জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে নিয়ে যাওয়া হয়েছে তাকে। আরও পড়ুন: হাইকোর্টে বড় জয় শুভেন্দুর, রাজ্যকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ বিচারপতির