President Election: কী ভাবে ভোট দিতে হয় রাষ্ট্রপতি নির্বাচনে? কেন বাতিল হয় ভোট! দেখে নিন এক নজরে
Rules and Regulations: দেশের সাংসদ এবং বিভিন্ন রাজ্যে বিধায়কদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। দৌপদী মুর্মু এবং যশবন্ত সিনহা- এই ২জন প্রার্থী হয়েছেন।
কলকাতা: ১৮ জুলাই হবে দেশের রাষ্ট্রপতি নির্বাচন। দেশের সাংসদ এবং বিভিন্ন রাজ্যে বিধায়কদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। দৌপদী মুর্মু এবং যশবন্ত সিনহা- এই ২জন প্রার্থী হয়েছেন। যদিও বিজেপি সমর্থিত দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানেই হয় রাষ্ট্রপতি নির্বাচন। তবে বিধানসভা, লোকসভার সঙ্গে এই ভোটের কিছু পার্থক্য রয়েছে। রাষ্ট্রপতি পদপ্রার্থীদের পছন্দের ক্রম হিসাবে ভোট দেওয়া যায়। অর্থাৎ এই প্রার্থী প্রথম পছন্দ, এই প্রার্থী দ্বিতীয় পছন্দ। এ ভাবে চিহ্নিত করা যায়। আসুন দেখে নিই রাষ্ট্রপতি নির্বাচন ভোট দেওয়ার কিছু নিয়মাবলী।
নির্বাচনের পদ্ধতি-
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদাতাদের একটি ভোটের অধিকার থাকে। কিন্তু যত জন প্রতিদ্বন্দ্বী থাকবেন, তত জনের জন্য নিজের পছন্দের ক্রম চিহ্নিত করতে পারবেন তিনি।
ভোটদানের পদ্ধতি-
১) ভোটদাতা যে প্রার্থীকে প্রথম পছন্দ হিসাবে বেছে নেবেন, তাঁর নামের পাশে ‘১’ সংখ্যাটি লিখতে হবে।
২) কেবল এক জন প্রার্থীর নামের পাশেই ‘১’ সংখ্যাটি লিখতে হবে
৩) যত জন প্রার্থী রয়েছে সকলের নামের পাশেই পছন্দের ক্রম উল্লেখ করা যাবে। দ্বিতীয় পছন্দের পাশে ‘২’, তৃতীয় পছন্দের ক্ষেত্রে ‘৩’।
৪) তবে ভোটদাতাকে নিশ্চিত করতে হবে তিনি এক জন প্রার্থীর নামের পাশে একটি সংখ্যা ব্যবহার করেছেন। অর্থাৎ একাধিক জনকে প্রথম বা দ্বিতীয় পছন্দ হিসাবে চিহ্নিত করা যাবে না।
৫) পছন্দের ক্রম কেবল মাত্র সংখ্যা দিয়েই জানাতে হবে। অর্থাৎ ১,২,৩ এ ভাবে জানাতে হবে পছন্দ। এক, দুই, তিন- এ ভাবে লেখা যাবে না।
৬) যে কোনও ভাষার সংখ্যা দিয়েই পছন্দ জানাতে পারবেন ভোটদাতারা। সংখ্যা আন্তর্জাতিক রূপ (1,2,3) বা রোমান হরফেও (I,II,II) জানানো যাবে পছন্দ।
৭) ব্যালটে যে কোনও পেন দিয়ে লেখা যাবে না পছন্দের কথা। নির্বাচন কমিশনের তরফে বিশেষ পেন দেওয়া হবে, ভোটের জন্য। সেই পেন দিয়েই ভোট দিতে হবে ভোটদাতাদের।
৮) ভোটদাতারা ব্যালটে নিজেদের নাম বা কোনও শব্দ লিখতে পারবেন না। তা লেখা হলে ভোটপত্র বাতিল হয়ে যাবে।
৯) পছন্দের প্রার্থীর পাশে টিক বা ক্রশ চিহ্ন দেওয়া যাবে না। তা করলেই বাতিল হবে ভোট।
১০) এক জন প্রার্থীর নামের পাশে ১ সংখ্যাটির ব্যবহার বাধ্যতামূলক। ২, ৩ বা পরবর্তী পছন্দের বিষয়টি ঐচ্ছিক।
যে কারণে বাতিল হতে পারে ভোট-
১) ১ সংখ্যাটির উল্লেখ না থাকলে
২) ১ সংখ্যাটি একাধির প্রার্থীর নামের পাশে ব্যবহৃত হলে
৩) ১ সংখ্যাটি কোন প্রার্থীর পাশে ব্যবহৃত হয়েছে তা স্পষ্ট না হলে
৪) একই প্রার্থীর নামের পাশে ১,২,৩ সবই ব্যবহার করা হলে
৫) পছন্দের ক্রম সংখ্যার বদলে কথায় (এক, দুই) থাকলে
৬) এমন কোনও চিহ্ন বা লেখা আছে, যাতে ভোটদাতার পরিচয় প্রকাশিত হচ্ছে