ফের পার্ক স্ট্রিটে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন
কয়েক দিন আগেই পার্ক স্ট্রিটে একটি কাপড়ের শোরুমে আগুন লেগেছিল।
কলকাতা: ফের আগুন লাগল পার্ক স্ট্রিটে। এ বার আগুন লেগেছে পার্ক লেনের কাপড়ের গুদামে। কার্যত লকডাউনের জেরে বন্ধ থাকা গোডাউনে কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে রয়েছে দমকলের চারটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে।
আজ, সোমবার দুপুর ২ টো নাগাদ আগুন লাগে পার্ক স্ট্রিটে পার্ক লেনের একটি কাপড়ের গুদামে। একটি বাড়ির দোতলায় থাকা ওই গুদামে আগুন লেগেছে। গুদামে থাকা কিছু কাপড় পুড়ে গিয়েছে। তবে, গুদাম বন্ধ থাকায় ভিতরে কারও থাকার সম্ভাবনা নেই। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেন। খবর পেয়েই ছুটে যান দমকল বাহিনী। দমকলের অন্তত চারটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে অনুমান, শট সার্কিট থেকেই আগুন লেগেছে। আগুন লাগার মূল কারণ খতিয়ে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: বড় সিদ্ধান্ত! মাধ্যমিক-উচ্চমাধ্যমিক বাতিল, নবান্নে ঘোষণা মমতার
দিন কয়েক আগেও এই পার্ক স্ট্রিটেই আগুন লাগে। যে বিল্ডিং-এ আগুন লাগে, তার বেশিরভাগ অংশেই ছিল শাড়ীর শোরুম। ভিতরে কেউ ছিল না তবে শোরুমগুলিও বন্ধ ছিল। ভিতরে কিছু শাড়ী, সালোয়ার কামিজ ছিল, যাতে আগুন ধরে গিয়েছিল।
আরও পড়ুন: ‘ঘরছাড়াদের সঙ্গে কথা না বলে ভিতরে বৈঠক?’, ফের দিলীপ ঘোষকে ঘিরে তুমুল বিক্ষোভ