Fire: ভরসন্ধ্যায় বাড়িতে আগুন, দুই পোষ্য নিয়ে কোনওমতে বেরিয়ে এলেন কর্ত্রী

Fire: চন্দ্রিমা বোস বলেন, "গতকাল কাটোয়ায় মামারবাড়ি গিয়েছিলাম। বাবা আমাদের দুই পোষ্যকে নিয়ে বাড়িতে ছিল। বিকালেই ফিরি। এসে সবে বসেছি। দোতলায় ছিলাম। হঠাৎ কেমন একটা সন্দেহ হল। আমি আমার স্বামীকে বলি একবার উপরে গিয়ে দেখতে। সঙ্গে সঙ্গে ও গিয়ে দেখে উপরের ঘরে আগুন লেগেছে। ঘর দাউ দাউ করে জ্বলছে। ও মেইন সুইচটা বন্ধ করে দেয়।"

Fire: ভরসন্ধ্যায় বাড়িতে আগুন, দুই পোষ্য নিয়ে কোনওমতে বেরিয়ে এলেন কর্ত্রী
ভরসন্ধ্যায় আগুন দক্ষিণ কলকাতার একটি বাড়িতে। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2023 | 9:29 PM

কলকাতা: দক্ষিণ কলকাতার একটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কলকাতা পুরনিগমের ৮৮ নম্বর ওয়ার্ডের নেপাল ভট্টাচার্য ফার্স্ট লেন। একটি বাড়ির তিনতলায় ভয়াবহ আগুন লাগে এদিন। সেই সময় বাড়ির ভিতরে ছিলেন স্বামী, স্ত্রী ও গৃহবধূর মা। এছাড়াও দু’টি পোষ্য ছিল। গৃহকর্তা অভিষেক বোসের নজরে প্রথম আগুন লাগার বিষয়টি আসে।

তিনি গিয়ে দেখেন দাউদাউ করে আগুন বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে স্ত্রী এবং শাশুড়িকে দুই পোষ্য-সহ বাইরে বের করে নিয়ে আসেন। সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর দেওয়া হয় দমকলে। দু’টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল বলে দমকলের আধিকারিকরা জানিয়েছেন।

অভিষেক বোসের স্ত্রী চন্দ্রিমা বোস বলেন, “গতকাল কাটোয়ায় মামারবাড়ি গিয়েছিলাম। বাবা আমাদের দুই পোষ্যকে নিয়ে বাড়িতে ছিল। বিকালেই ফিরি। এসে সবে বসেছি। দোতলায় ছিলাম। হঠাৎ কেমন একটা সন্দেহ হল। আমি আমার স্বামীকে বলি একবার উপরে গিয়ে দেখতে। সঙ্গে সঙ্গে ও গিয়ে দেখে উপরের ঘরে আগুন লেগেছে। ঘর দাউ দাউ করে জ্বলছে। ও মেইন সুইচটা বন্ধ করে দেয়।”

চন্দ্রিমা জানান, সঙ্গে সঙ্গে মাকে বের করে আনেন। কোনওমতে টেনে আনেন পোষ্যদেরও। এরপর দমকলে খবর দেওয়া হয়। তিনতলার সবই পুড়ে গিয়েছে। চন্দ্রিমা জানান, একটাই ভাল যে গ্যাস সিলিন্ডার ফাটেনি। তবে এই আগুনের ছবি যে আরও ভয়াবহ হতে পারত, আশঙ্কা বোস পরিবারের।