Fire: কলকাতা পুরনিগমের গ্যারাজে ভয়াবহ আগুন, দাউ দাউ করে জ্বলছে গাড়ি

Fire: সূত্রের খবর, রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে। তবে যেহেতু ধাপা এলাকায় জনবসতি একেবারেই নেই, তাই কোনওরকমের বড় বিপদের খবর এখনও নেই।

Fire: কলকাতা পুরনিগমের গ্যারাজে ভয়াবহ আগুন, দাউ দাউ করে জ্বলছে গাড়ি
জ্বলছে গাড়ি। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2023 | 10:09 PM

কলকাতা: শহরে ভয়াবহ আগুন। রবিবার সন্ধ্যায় ধাপায় কলকাতা পুরনিগমের গ্যারাজে এই আগুন লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। প্রস্তুত রয়েছে আরও একাধিক। গ্যারাজে প্রচুর টায়ার মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। এখনও অবধি যা খবর, ভস্মীভূত হয়েছে বেশ কয়েকটি গাড়ি। ঘটনায় হতাহতের এখনও কোনও খবর পাওয়া যায়নি।

সূত্রের খবর, রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে। তবে যেহেতু ধাপা এলাকায় জনবসতি একেবারেই নেই, তাই কোনওরকমের বড় বিপদের খবর এখনও নেই। তবে গাড়ি রাখার গ্যারাজ। ফলে দাহ্য পদার্থ যে ঠাসা, তা বলাই বাহুল্য। প্রচুর টায়ার, গাড়ি ছিল সেখানে।

একের পর এক টায়ার, গাড়িতে আগুন লাগতে শুরু করে। দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে তা। দমকলের ৩টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় ২ ঘণ্টা ধরে আগুন নেভানোর কাজ চলে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে বলে খবর। আপাতত কুলিংয়ের কাজ চলছে।