Blast in Barasat: ট্রেন দুর্ঘটনা হলে কি রেল তুলে দিতে হবে? বাজি তো শিল্প: কুণাল

Blast in Barasat: দত্তপুকুরের নীলগঞ্জে বিস্ফোরণের পর বিতর্কের মধ্যেই রথীন ঘোষের যুক্তি, কে কোথায় বাজি মজুত করছে সব কী জানা সম্ভব নাকি! যদিও স্থানীয়দের অভিযোগ, বাজি তৈরির আড়ালে নাকি ওই কারখানায় বোমা তৈরি হত।

Blast in Barasat: ট্রেন দুর্ঘটনা হলে কি রেল তুলে দিতে হবে? বাজি তো শিল্প: কুণাল
পাল্টা আক্রমণে শুভেন্দুImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2023 | 1:33 PM

কলকাতা: প্রাণ দিয়েছে কমপক্ষে ৭ জনের। আহত বহু। রক্তে ভাসছে এলাকা (Blast in Barasat)। স্থানীয়রা বলছেন, সব জানতেন বিধায়ক। তাঁদের অভিযোগের তির সরাসরি খাদ্যমন্ত্রী রথীন ঘোষের দিকে। অভিযোগ পুলিশের বিরুদ্ধেও। নীলগঞ্জের লোকজন তো প্রকাশ্যেই বলছেন, টাকা খেয়ে বসে আছে পুলিশ। বেআইনি বাজি কারখানার দৌরাত্ম্য দেখেও চুপ থেকেছে পুলিশ-প্রশাসন। যদিও দত্তপুকুরের নীলগঞ্জে বিস্ফোরণের পর বিতর্কের মধ্যেই  রথীন ঘোষের যুক্তি, কে কোথায় বাজি মজুত করছে সব কী জানা সম্ভব নাকি! যদিও স্থানীয়দের অভিযোগ, বাজি তৈরির আড়ালে নাকি ওই কারখানায় বোমা তৈরি হত। কিন্তু, সেসবে আমল না দিয়ে রথীন বলছেন, “বিক্ষিপ্তভাবে মজুত রাখা হয়েছিল। অন্য জায়গায় বাজি তৈরি করে ওখানে রাখা হয়েছিল।” এদিকে এ ঘটনা চাউর হতেই ফের একবার রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে পদ্ম শিবির। 

রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, “গোটা রাজ্যটাই বেআইনি। বেআইনি কারখানা নিয়ে মুখ্য়মন্ত্রী বড় বড় লেকচার মেরেছিলেন। মুখ্যসচিবের নেতৃত্বে টিম তৈরি হয়েছিল, বেআইনি বাজি কারখানা সরিয়ে দেওয়া হবে বলেছিলেন। আসলে এই রাজ্যের মুখ্য়মন্ত্রী তো পুলিশকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহারে ব্যস্ত।” কিন্তু, কাউন্টার অ্য়াটাক করতে ছাড়েনি তৃণমূলও। 

ক্ষোভ, বিতর্ক, উত্তেজনার আবহে দাঁড়িয়ে কুণাল আবার বলছেন, “বাজি কারখানা মানেই বেআইনি এটা তো ভুল। সে ক্ষেত্রে আপনি যদি দাক্ষিনাত্য দেখেন, শিবকাশী দেখেন ওখানে তো বাজি শিল্প বিখ্যাত। ওখানে তো নিয়মিত বিস্ফোরণ হতেই থাকে। ফলে বাজি কারখানা তুলে দিতে হবে এই আওয়াজ যদি ওঠে এটা অত্যন্ত বিপজ্জনক। এটায় কিন্তু হাজার হাজার লক্ষাধিক মানুষের কর্মসংস্থান জড়িত। বাজি একটা শিল্প।” তবে এদিন কুণাল বারবারই দিলেন সাবধানতা-সতর্কতার পাঠ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “কীভাবে সাবধনতা সঙ্গে কাজ করা যায় সেদিকে রাজ্য সরকার নজর দিচ্ছে, সতর্কতার কথা বলা হচ্ছে। এখন যদি রেল দুর্ঘটনা হয় তাহলে কি রেল তুলে দিতে হবে? এটা কী কথার কথা? এগুলো কোনও কাজের কথা হতে পারে না। যেটা হয়েছে সেটা পুলিশ-প্রশাসন দেখছে। সেখানে কোনও আপত্তিকর কাজ হয়েছে কিনা, ভুল-ক্রুটি হয়েছে কিনা, নিয়ম মেনে কাজ করা হয়েছে কিনা সব দেখা হচ্ছে।”