‘সুজাতার উপর প্রাণঘাতী হামলা’, বিবেক দুবেকে ফোনে নালিশ ফিরহাদের
পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেকে (Vivek Dubey) ফোন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ফোনে তিনি বিবেক দুবের কাছে নালিশ করেন, কেন্দ্রীয় বাহিনী ভোট প্রক্রিয়ায় বাধা দিচ্ছে।
কলকাতা: তৃতীয় দফায় ভোটের দিন আরামবাগে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ (Sujata Mondal Khan) আক্রান্ত হওয়ার ঘটনায় এ বার কমিশনকে নালিশ জানাল তৃণমূল। একই সঙ্গে পারুলের ঘটনা নিয়ে এ দিন নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেকে (Vivek Dubey) ফোন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ফোনে তিনি বিবেক দুবের কাছে নালিশ করেন, কেন্দ্রীয় বাহিনী ভোট প্রক্রিয়ায় বাধা দিচ্ছে।
মঙ্গলবার তৃতীয় দফার ভোট শুরু হওয়ার পর সকাল থেকেই শিরোনামে সুজাতা মণ্ডল খাঁ। আরামবাগের পারুলের একটি গ্রামে গেলে সেখানকার বিজেপি কর্মীরা তাঁকে বাঁশ নিয়ে তাড়া করে বলে অভিযোগ। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর। সুজাতার স্বামী তথা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেছেন, এলাকার মানুষকে হুমকি দিয়েছেন সুজাতা। পুরো ঘটনা নিয়ে এ দিন কমিশনে অভিযোগ জানায় তৃণমূল।
আরও পড়ুন: ‘তৃণমূল একটা পাপ, হুমকি দেওয়ার ক্ষমতা কে দিয়েছে সুজাতাকে?’ পালটা তোপ সৌমিত্রর
কমিশনকে অভিযোগ জানানোর পর বিবেক দুবেকে ফোন করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, “আরামবাগ সাব ডিভিশনে কেন্দ্রীয় আধাসেনা বাহিনী ভোট করাতে দিচ্ছে না। আমি বুথ নম্বর দিয়ে কমিশনে অভিযোগ জানিয়ে এসেছি। আমাদের মহিলা প্রার্থীর (সুজাতা খাঁ মণ্ডল) উপরও প্রাণঘাতী হামলা হয়েছে। বিষয়টির দিকে একটু আলোকপাত করুন যাতে গণতন্ত্র বজায় থাকে।”
আরও পড়ুন: ‘বাচ্চা ছেলেও বলে দেবে আপনি হেরে গিয়েছেন!’ পয়েন্ট ধরে ধরে বুঝিয়ে দিলেন