Dengue: ডেঙ্গি ফের কাড়ল প্রাণ, পুরনিগম সমস্ত ব্যবস্থা নিচ্ছে বলে আশ্বাস ফিরহাদের
গত কয়েক বছর ধরেই বর্ষাকাল এবং তার পর ডেঙ্গির প্রকোপ বাড়ে কলকাতায়। এ বিষয়েও এ দিন মন্তব্য করেছেন ফিরহাদ। এ বিষয়ে তিনি বলেছেন, “যেখান থেকে বিষুব রেখা গিয়েছে সেখানে আমরা রয়েছি। সেখানে আমাশাও থাকবে, আবার ডেঙ্গিও থাকবে। প্যাচপ্যাচে আবহাওয়া। তার মধ্যে থেকেই আমাদের চলতে হবে।”
কলকাতা: কলকাতার বিভিন্ন প্রান্তে ফের বাড়ছে ডেঙ্গির প্রকোপ। শনিবার দুপুরে যাদবপুর এলাকায় এক কিশোরীর মৃত্যু হয়েছে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে। ২১ সেপ্টেম্বর ওই কিশোরীর ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে। আজ সকালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। ওই কিশোরীর নাম ডোনা দাস (১২)। যাদবপুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের প্রিন্স গোলাম মহম্মদ শাহ রোডে দাদুর বাড়িতে থাকতে সে। গত বৃহস্পতিবার থেকে এ নিয়ে মোট ৪ জনের মৃত্যু হল কলকাতায়। পরিস্থিতি যখন খারাপ হচ্ছে তখন কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ডেঙ্গি যাতে কম হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন পুর কর্তৃপক্ষ। যদিও অন্যান্য শহরের তুলনায় ডেঙ্গি কম বলেই দাবি তাঁর।
ডেঙ্গি প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেছেন, “ডেঙ্গির প্রকোপ আটকাতে সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছি। অন্যান্য শহরের তুলনায় কলকাতায় ডেঙ্গি এখন অনেক কম। তা যাতে কম থাকে তার জন্য সব ব্যবস্থা করছি। এখন যেহেতু লকডাউন নেই। মানুষের যাতায়াত অনেক বেড়েছে। তাই ডেঙ্গি ছড়িয়ে পড়েছে। তবে মশা কোথায় কামড়াচ্ছে সেটা চিহ্নিত করা তো মুশকিল। তাই আমরা প্রচার আরও বৃদ্ধি করছি। মানুষ যাতে সচেতন হন তার জন্য প্রয়াস করছি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। যেমন বাড়ি বাড়ি যাওয়া, রক্ত পরীক্ষা করা এবং ফিভার ক্লিনিক চালু রাখা হয়েছে। এ নিয়ে প্রচারও করা হবে।”
গত কয়েক বছর ধরেই বর্ষাকাল এবং তার পর ডেঙ্গির প্রকোপ বাড়ে কলকাতায়। এ বিষয়েও এ দিন মন্তব্য করেছেন ফিরহাদ। এ বিষয়ে তিনি বলেছেন, “যেখান থেকে বিষুব রেখা গিয়েছে সেখানে আমরা রয়েছি। সেখানে আমাশাও থাকবে, আবার ডেঙ্গিও থাকবে। প্যাচপ্যাচে আবহাওয়া। তার মধ্যে থেকেই আমাদের চলতে হবে।”
ডেঙ্গি পরিস্থিতিতে স্বাস্থ্য কেন্দ্রগুলির সময়সীমা বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন কলকাতার মেয়র। এ বিষয়ে তিনি বলেছেন, “কলকাতা পুরসভার স্বাস্থ্য কেন্দ্রেরগুলি সময়সীমা বাড়ানো হয়েছে। ডেঙ্গি প্রতিরোধে এখন থেকে শনিবার ও রবিবার খোলা থাকবে কলকাতা পুরনিগমের স্বাস্থ্য কেন্দ্র। প্রতিদিনের স্বাস্থ্যকেন্দ্রের সময়সীমা বাড়ানো হয়েছে। প্রয়োজনে রোগী থাকলে সন্ধ্যা পর্যন্ত চিকিৎসা করতে হবে।”