HIV Virus: ডায়ালিসিস করাতে গিয়ে HIV-র শিকার! সরকারি হাসপাতালকে কাঠগড়ায় দাঁড় করালেন রোগীরা
JNM Hospital: গত বছরের সেপ্টেম্বরে এই ডায়ালিসিস সেন্টার থেকে এইচআইভি সংক্রমণের আশঙ্কা প্রকাশ করেন রোগীরা। এরপর পাঁচ জন রোগী সংক্রমণের শিকার হন।
কল্যাণী: সরকারি হাসপাতালে ডায়ালিসিস করাতে গিয়ে এইচআইভি সংক্রমণের শিকার পাঁচ রোগী! ভয়ঙ্কর অভিযোগ উঠল কল্যাণীর জেএনএম হাসপাতালের পিপিপি মডেলে পরিচালিত ডায়ালিসিস সেন্টারের বিরুদ্ধে। Tv9 বাংলার অন্তর্তদন্তে এই ঘটনা প্রকাশ্যে আসতেই এক প্রকার শিউরে উঠেছেন চিকিৎসক থেকে সমাজের বিভিন্ন মহল। সূত্রের খবর, JNM-এর ডায়ালিসিস সেন্টারে পরিষেবার অব্যবস্থা নিয়ে একাধিকবার স্বাস্থ্য দফতরে অভিযোগ করেছিলেন আট জন রোগী। জানা গিয়েছে, ওই আট জনের মধ্যে পাঁচ জন HIV আক্রান্ত হয়েছেন। গত বছরের সেপ্টেম্বরে এই ডায়ালিসিস সেন্টার থেকে এইচআইভি সংক্রমণের আশঙ্কা প্রকাশ করেন রোগীরা। এরপর পাঁচ জন রোগী সংক্রমণের শিকার হন।
স্বাস্থ্য দফতরে কী অভিযোগ করেছেন রোগীরা?
ওই রোগীদের অভিযোগ, একই সিরিঞ্জ একাধিক রোগীর জন্য ব্যবহার করা হচ্ছে। ডায়ালিসিসের আইভি ভি সেট ব্যবহারে মানা হচ্ছে না সরকারি নিয়ম। এমনকী ডায়ালিসিস যন্ত্রের স্টেরিলাইজেশনেও গলদ রয়েছে বলে অভিযোগ। RO প্ল্যান্ট যন্ত্রে ব্যাকটেরিয়া, ছত্রাকের বাসা বেঁধেছে। যার জেরে রোগীরা সংক্রমণের শিকার হতে পারেন। রোগীরা জানাচ্ছেন, শরীরে অসহ্য যন্ত্রণা হচ্ছে তাঁদের। প্রয়োজনীয় মাত্রায় হেপারিন না দেওয়ায় জমাট বাঁধছে রক্ত। উল্লেখ্য, এই সেন্টারের নেফ্রোলজিস্টের দেখা সব সময় মেলে না বলেও অভিযোগ রয়েছে তাঁদের।
সূত্রের খবর, রোগীরা সকলেই বলেছেন তিন মাস অন্তর সেরোলজি পরীক্ষা হয়। এই পরীক্ষার আগে সকল পরীক্ষার রিপোর্ট নেগেটিভ ছিল। এরপর এই পাঁচ জনের রিপোর্ট পজ়েটিভ আসতে শুরু করে। সকলেই বলছেন তাঁরা এর আগে নেগেটিভ ছিলেন। এদের মধ্যে অনেকেই ২০১৬-২০১৭ সাল থেকে ওই ডায়ালিসিস সেন্টার থেকে ডায়ালিসিস করিয়েছেন। তাঁদের মধ্যে কারোর বয়স পঞ্চাশ, কারোর ৫৪। সেই সমস্থ রোগীরা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে জানিয়েছেন যে এর আগে তাঁদের কোনও ট্রান্সমিশন ছিল না।
JNM হাসপাতাল কর্তৃপক্ষর বক্তব্য এই রকম হওয়ার কথা নয়। যদি হয়ে থাকে তার যাবতীয় রিপোর্ট নিয়ে স্বাস্থ্য ভবনের সঙ্গে পিপিপি সেলে কথা বলব। এরপর যা পদক্ষেপ করার করব। দায়িত্ব প্রাপ্ত আরও এক আধিকারিক বলেন, “এএইচআইভি রোগীদের জন্য আলাদা ডায়ালিসিসের ব্যবস্থা রয়েছে। নর্মাল নিয়মে এমনটা হওয়ার কথা নয়।”
HIV অ্যক্টিভিস্টরা কী বলেছেন?
কল্লোল ঘোষ বলেন, “ব্যক্তিগত ভাবে কথা বলে জেনেছি হাসপাতালের প্রাথমিক পরিকাঠামো নিয়ে ওদের অভিযোগ ছিল। ওনারা বারবার নজরে এনেছেন যে একই কিট ব্যবহার করা হচ্ছে। এই ঘটনা যদি ঘটে থাকে অবিলম্বে দোষীকে খুঁজে বের করা উচিত।”
চিকিৎসক সংগঠনের নেতা মানস গুমটা বলেন, “এই ঘটনার দায়িত্ব সেন্টারকে নিতেই হবে। এটা ভয়ঙ্কর ঘটনা। একমাসে পাঁচজন রোগী এইচআইভি আক্রান্ত। ওনাদের মানসিক অবস্থা কী ভাবতে পারব আমরা?”
চিকিৎসক তথা তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “ডায়ালিসিস করাতে গিয়ে তাঁর এইআইভি ধরা পড়েছে এর মানে সেখান থেকেই সংক্রমণ ছড়়িয়েছে এ কথা প্রমাণ হয় না। তার শরীরে জীবাণু কবে, কেন, কীভাবে ঢুকেছে সেটা কীভাবে প্রমাণ হয়? এই ধরনের কথা বলেন যারা তাদের ন্যূনতম মেডিক্যাল সায়েন্স সম্বন্ধে ধারণা নেই। ওই রোগীরা আরও কোথায় গিয়েছিলেন, কী করেছিলেন সেই বিষয়গুলোও জানতে হবে। তাই হাসপাতাল থেকেই হয়েছে এটার বিরোধিতা করছি।”
চিকিৎসক অর্চনা মজুমদার বলেন, “খুব দুর্ভাগ্যজনক ঘটনা। শান্তনু সেনের বক্ত্যবের বিরোধিতা করে বলি আমাদের রাজ্যের মানুষের এমন অবস্থা হয়নি যে আটজন রোগীর মধ্যে পাঁচজন রোগী ডায়ালিসিস করতে যাবেন তার মধ্যে পাঁচজনই ওই রোগে আক্রান্ত থাকবেন।”