Sovon Chatterjee: ‘আমি ববিদাকে বলেছিলাম’, শোভন চট্টোপাধ্যায় কী বলেছিলেন ফিরহাদকে?
Sovon Chatterjee: সেখানে গার্ডেনরিচ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শোভন বলেন, আত্মরক্ষায় মুখ না লুকিয়ে সমালোচনা সহ্য করতে হবে। বর্ম না পরে বুক চিতিয়ে লড়তে হবে। সুনির্দিষ্ট নীতি রূপায়ণ করতে হবে যাতে গার্ডেনরিচের মতো কোনও ঘটনা না ঘটে। একটিও বেআইনি বাড়ি কলকাতার বুকে না তৈরি হয়। প্রয়োজনে বেআইনি নির্মাণ ফোর্স নিয়ে গিয়ে ভাঙতে হবে বলেও মন্তব্য করেন শোভন।
কলকাতা: গার্ডেনরিচকাণ্ড নিয়ে মুখ খুললেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অয়ন চক্রবর্তীর উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত হন শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ছিলেন কলকাতা উত্তরের বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা কুণাল ঘোষরা।
সেখানে গার্ডেনরিচ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শোভন বলেন, আত্মরক্ষায় মুখ না লুকিয়ে সমালোচনা সহ্য করতে হবে। বর্ম না পরে বুক চিতিয়ে লড়তে হবে। সুনির্দিষ্ট নীতি রূপায়ণ করতে হবে যাতে গার্ডেনরিচের মতো কোনও ঘটনা না ঘটে। একটিও বেআইনি বাড়ি কলকাতার বুকে না তৈরি হয়। প্রয়োজনে বেআইনি নির্মাণ ফোর্স নিয়ে গিয়ে ভাঙতে হবে বলেও মন্তব্য করেন শোভন।
শোভন চট্টোপাধ্যায়ের কথায়, “আমি মেয়র ছিলাম। একটা প্ল্যান স্যাংশন করে দিয়েছিলাম। খবর এল একটা পুকুর আছে। সঙ্গে সঙ্গে পুর কমিশনার থেকে শুরু করে নিয়ে গিয়ে ১৩১ নম্বর ওয়ার্ডে বনমালি নস্কর রোডের সেই প্ল্যান বাতিল করে দিয়েছিলাম। সাত বছর বাদে আবার সেটা চালু করতে হয়। আমি ববিদাকে বলেছিলাম ইমিডিয়েট বন্ধ কর।”