Arvind Kejriwal Arrested: ‘পুরোটাই যড়যন্ত্র’, লোকসভা ভোটের মুখে কেজরীর গ্রেফতারিতে বলছেন অধীর-সুজনরা
Arvind Kejriwal Arrested: বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বলেন, “কেজরীবালের বিরুদ্ধে অনেক দিন থেকে ষড়যন্ত্র করছে। বারবার ডেকে পাঠাচ্ছে নির্বাচনের আগে। ওকে গ্রেফতার করে বিরোধী দলগুলির জোটকে দুর্বল করার চেষ্টা করছে। তৃণমূল ভয়ে ইন্ডিয়া জোটে থাকল না।”
কলকাতা: লোকসভা ভোটের মুখে গ্রেফতার কেজরীবাল। বৃহস্পতিবার রাতেই আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা দেয় ইডি। তারপর থেকেই তাঁর গ্রেফতারি নিয়ে জল্পনা তীব্র হয়েছিল। গ্রেফতারির আশঙ্কা করেছিলেন আপ নেতারা। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হয়েছে। রাতেই গ্রেফতার করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে। তা নিয়েই তোলপাড় রাজ্য-রাজনীতি। শোরগোল শুরু হয়ে গিয়েছে বঙ্গ রাজনীতির আঙিনাতে। বাংলার বিরোধী শিবিরের নেতারা বলছেন সবটাই যড়যন্ত্র। গ্রেফতারির পরিকল্পনা আগে থেকেই ছিল। প্রসঙ্গত, এর আগে ৯ বার ইডির সমন এড়িয়েছেন কেজরীবাল। এবার লোকসভা ভোটের আগে তাঁর গ্রেফতারিতেই শুরু জোরদার শোরগোল।
বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বলেন, “কেজরীবালের বিরুদ্ধে অনেক দিন থেকে ষড়যন্ত্র করছে। বারবার ডেকে পাঠাচ্ছে নির্বাচনের আগে। ওকে গ্রেফতার করে বিরোধী দলগুলির জোটকে দুর্বল করার চেষ্টা করছে। তৃণমূল ভয়ে ইন্ডিয়া জোটে থাকল না।” প্রসঙ্গত, এদিনই সামনে এসেছে বাংলায় কংগ্রেসের ৮ আসনের প্রার্থী তালিকা। তাতেই দেখা যাচ্ছে পুরনো গড় বহরমপুুর থেকে লড়ছেন অধীর।
কেজরীবালের গ্রেফতারিতে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বামেরাও। বাম নেতা সুজন চক্রবর্তী বলছেন, এই “পরিকল্পনা অনেকদিন থেকেই তো চলছিল। এটা সবাই জানে। চান্স পেলেই যে গ্রেফতার করবে কারণ বিজেপি বুঝতে পারছিল আপ তার পক্ষে যাচ্ছে না। সুবিধা হচ্ছে না। যাকে দিয়ে সুবিধা হবে না তাঁকে কোণঠাসা করো, হেনস্থা করো, গ্রেফতার করো। এটাই তো করছে। অন্যদিকে বিজেপিকে যে সাহায্য করবে তার জন্য সাত খুন মাফ।” বিজেপির পাশাপাশি অধীরের মতো তিনিও তোপ দেগেছেন তৃণমূলের বিরুদ্ধে। প্রসঙ্গত, লোকসভা ভোটের মুখে বিরোধী শিবিরের নেতারা তৈরি করেছেন ইন্ডিয়া জোট। সেখানে বাম-কংগ্রেসের পাশাপাশি রয়েছে অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টিও।
বিজেপির বিরুদ্ধে তোপ দাগছে তৃণমূলও। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলছেন, “লোকসভা নির্বাচন পরাজয় নিশ্চিত জেনে বিজেপি মরিয়া কামড় দিচ্ছে। এজেন্সি দিয়ে অবিজেপি নেতাদের উত্যক্ত করা, গ্রেফতার করা, তাঁদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরির করার চক্রান্ত চলছিল। লোকসভা ভোটের মুখে ওদেক মুখোশটা নগ্নভাবে খুলে পড়েছে। বিজেপির মরিয়া চক্রান্তের পর্ব এটা।”