Fraud Case: এক ফোনেই হাতে ব্যাঙ্কে চাকরির নিয়োগপত্র! জাল কীভাবে বিছিয়েছে, চোখ কপালে দুঁদে কর্তাদেরই

Fraud Case: শুকদেব সি নামে এক যুবক বিধান নগর সাইবার ক্রাইম থানায় সম্প্রতি একটি  অভিযোগ  দায়ের করেন। তাঁর অভিযোগ, চলতি বছরের মার্চ মাসেতাঁর কাছে একটি ফোন আসে। সেই ব্যক্তি তাঁকে একটি ব্যাঙ্কে চাকরি দেওয়ার প্রস্তাব দেন।

Fraud Case: এক ফোনেই হাতে ব্যাঙ্কে চাকরির নিয়োগপত্র! জাল কীভাবে বিছিয়েছে, চোখ কপালে দুঁদে কর্তাদেরই
গ্রেফতার প্রতারকImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2023 | 3:21 PM

কলকাতা: ব্যাঙ্কে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। ভুয়ো নিয়োগপত্র দিয়ে ৩২ হাজার ৬৩৯ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। অভিযোগের ভিতরে গ্রেফতার এক। নাম বিতন বিশ্বাস। হালিশহরের বাসিন্দা। গ্রেফতার করলে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর,  শুকদেব সি নামে এক যুবক বিধান নগর সাইবার ক্রাইম থানায় সম্প্রতি একটি  অভিযোগ  দায়ের করেন। তাঁর অভিযোগ, চলতি বছরের মার্চ মাসেতাঁর কাছে একটি ফোন আসে। সেই ব্যক্তি তাঁকে একটি ব্যাঙ্কে চাকরি দেওয়ার প্রস্তাব দেন। এর পর ওই ব্যক্তি তাঁর বিশ্বাস অর্জন করেন। সৌভিক দাস ও সায়ন গঙ্গোপাধ্যায় নামে দু’জনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। ফোনে ওই যুবককে বলা হয়, সায়ন ও সৌভিকই নিয়োগপত্র দেয়। তার পরিবর্তে ৩২,৬৩৯ টাকা হাতিয়ে নেয়।

হাতে নিয়োগপত্র পান ওই যুবক। নিয়োগপত্র হাতে নিয়ে যখন ওই যুবক নির্দিষ্ট ঠিকানায় যান, তখন বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। নিয়োগপত্রটিও আসলে ভুয়ো। এর পরই তিনি বিধান নগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে  পুলিশ। হালিশহরে তল্লাশি চালিয়ে অভিযুক্ত যুবক বিতন বিশ্বাসকে গ্রেফতার করা হয়। আজ বিধান নগর মহকুমা আদালতে পেশ করা হয় তাঁকে। তদন্তকারীরা জানতে চাইছেন, এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত। বিধান নগর সাইবার ক্রাই থানা পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে।