Laketown: লেকটাউন গার্লস স্কুলের পাঁচিলের ধারের রাস্তা থেকে উদ্ধার শিশু কন্যার দেহ
Laketown: জানা গিয়েছে, শনিবার দুপুরবেলা লেকটাউন গার্লস হাইস্কুলের পাঁচিলের গায়ে একটি বাচ্চাকে রাস্তার উপর সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। তারা খবর দেন লেকটাউন থানায়। এরপর লেকটাউন থানার পুলিশ সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকা শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
লেকটাউন: দুপুরবেলা শিশুদের স্কুলে তখন ক্লাস হচ্ছে। এ দিকে, হঠাৎ করে হইচই পড়ে যায়। কী হয়েছে-কী হয়েছে ভেবে দেখতে দেখতেই কার্যত তুমুল হই-হট্টগোল ছড়াল এলাকায়। স্কুলের পাঁচিলের পাশে রাস্তায় সংজ্ঞাহীন অবস্থায় পড়ে এক কন্যা সন্তান। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে, শনিবার দুপুরবেলা লেকটাউন গার্লস হাইস্কুলের পাঁচিলের গায়ে একটি বাচ্চাকে রাস্তার উপর সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। তারা খবর দেন লেকটাউন থানায়। এরপর লেকটাউন থানার পুলিশ সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকা শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
দিনের আলোয় কী করে রাস্তার উপর এভাবে একটি শিশুর দেহ পড়ে রইল তা নিয়ে কার্যত চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকাতে। শিশুটির নাম-পরিচয়-বয়স এখনো জানা যায়নি। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে লেকটাউন থানার পুলিশ। এমনকী সেখানে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ। দেহটিকে ময়না তদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হবে। তদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরে বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। স্থানীয় এক বাসিন্দা বলেন, “স্কুলের সামনে একটা বাচ্চা পড়েছিল। কে ওকে ফেলে গিয়েছে জানি না। তবে স্কুল বাসের চালকদের প্রথমে নজরে আসে। আমার পুলিশকে খবর দিই। এখন সিসিটিভি ক্যামেরায় ধরা পড়বে বিষয়টি। আমরা দেখি গামছা দিয়ে ঢাকা ছিল বাচ্চা।”