Gold Price Today : এক ধাক্কায় এতটা কমল সোনার দাম! পতন রুপোর দামেও, আজ কলকাতায় দুই ধাতুর দর কত জানেন?

Gold Price Today : এক ধাক্কায় অনেকটা দাম কমল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৫০০ টাকা।

Gold Price Today : এক ধাক্কায় এতটা কমল সোনার দাম! পতন রুপোর দামেও, আজ কলকাতায় দুই ধাতুর দর কত জানেন?
ছবি সৌজন্যে : Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Jul 06, 2022 | 1:13 PM

কলকাতা : কেন্দ্রীয় সরকার সোনার উপর আমদানি শুল্ক বাড়ানোর পর থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। গতকাল ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছিল ১০০ টাকা। তবে বুধবার বাজার খুলতেই অনেকটাই পতন হল সোনার দামে। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৫০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৫৪০ টাকা। এদিন সোনার পাশাপাশি এক ধাক্কায় অনেকটা কমেছে রুপোর দামও। এক কেজি রুপোর বাটের দাম কমেছে ২ হাজার টাকা।

বুধবার বেলা ১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৬০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,০৮০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৬০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৬,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১৯৩ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৫৪৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,৯৩০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১৯,৩০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৬,৯০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

বেশ কয়েকদনি ধরেই ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। কিন্তু এদিন এক লাফে বেশ খানিকটা কমেছে হলুদ ধাতুর দাম। কেন্দ্রীয় সরকার সম্প্রতি সোনার উপর আমদানি শুল্ক ৫ শতাংশ বৃদ্ধি করেছে। ফলে সোনার দাম বাড়বে বলেই আশঙ্কা করা হয়েছিল। আশঙ্কা সত্যি করে ১ জুলাই থেকে ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। তবে বুধবার সেই দামে কিছুটা পতন দেখা গেল। এদিকে সোনার পাশাপাশি এদিন বড় পতন দেখা গিয়েছে রুপোর দামেও। গতকাল যেখানে ১ কেজি রুপোর বাটের দাম বেড়েছিল ১ হাজার ১০০ টাকা তার দামই এদিন ২ হাজার টাকা কমে গেল।

এদিন সোনার দাম এতটা কম হওয়ার অন্যতম কারণ হল বিশ্ব বাজারে সোনার দামের পতন। গতকাল বিশ্ব বাজারে ১ আউন্স সোনার দাম ছিল ১,৮০৯.৬৭ মার্কিন ডলার। এদিন এক ধাক্কায় তার দাম হয়ে দাঁড়াল ১,৭৭০.০১ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

বুধবার দাম বাড়ল টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই কোম্পানির শেয়ারের দাম রয়েছে ২০০১.৩০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম হয়েছে ৬১.৪৫ টাকা। এদিন পিসি জুয়েলারের শেয়ারের দাম রয়েছে ২৭ টাকা।