ATM Loot: রাতের অন্ধকারে নিউটাউনে নিরাপত্তাহীন ATM-এ দুষ্কৃতীদের তাণ্ডব, ভাঙচুর করে লুঠের চেষ্টা

ATM Robbery: বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা এটিএম থেকে টাকা তুলতে এসে দেখতে পান সেটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এরপরই খবর দেওয়া হয় টেকনোসিটি থানায়।

ATM Loot: রাতের অন্ধকারে নিউটাউনে নিরাপত্তাহীন ATM-এ দুষ্কৃতীদের তাণ্ডব, ভাঙচুর করে লুঠের চেষ্টা
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Feb 16, 2023 | 10:52 AM

কলকাতা: এটিএম কাউন্টারে (ATM Loot) কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না। আর সেই সুযোগে রাতের অন্ধকারে এটিএম মেশিন ভেঙে টাকা লুঠের চেষ্টা। ঘটনাটি ঘটেছে নিউটাউনের (New Town) লস্করহাটি বাজার এলাকায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে টেকনোসিটি থানার পুলিশ (Technosity Police Station)। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন এসিপি শ্রেয়া সরকারও। এটিএম ভাঙচুর করা হলেও ওই দুষ্কৃতী টাকা বের করতে পারেনি বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা এটিএম থেকে টাকা তুলতে এসে দেখতে পান সেটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এরপরই খবর দেওয়া হয় টেকনোসিটি থানায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যান পুলিশকর্মীরা।

যে এটিএম মেশিনটি ভাঙচুর করে টাকা লুঠের চেষ্টা চলেছে, সেটি একটি বেসরকারি ব্যাঙ্কের। এদিন সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যাঙ্কের আধিকারিকদেরও বিষয়টি জানিয়েছেন। পাশাপাশি ঘটনার তদন্তও শুরু করে দিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর রাতে এই লুঠের চেষ্টা চালানো হয়েছে। যদিও অভিযুক্তদের এখনও সন্ধান পাওয়া যায়নি। তবে, দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছেন টেকনোসিটি থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার আশপাশের সিসিটিভি ফুটেজও। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে আশপাশের এলাকায়। রাস্তার একেবারে ধারে এটিএম থেকে এভাবে টাকা লুঠের চেষ্টায় তাজ্জব এলাকাবাসীরাও। কেন এটিএম কাউন্টারে কোনও নিরাপত্তারক্ষী নেই, তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন এলাকার একাংশের মানুষ।

প্রসঙ্গত, এটিএম ভেঙে করে টাকা লুঠের চেষ্টা এর আগেও একাধিকবার দেখা গিয়েছে। কিছুদিন আগেই জলপাইগুড়িতে তাজ্জব করে দেওয়ার মতো এক ঘটনা ঘটেছে। আর সেই ঘটনায় পাকড়াও করা হয়েছিল এক আইনজীবীকে। ভাবুন কাণ্ড! জলপাইগুড়ির মালকানি এলাকায় এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা করছিলেন ওই আইনজীবী। এরপর ফের এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা। এবার নিউটাউনের লস্করহাট বাজার এলাকায়। বার বার এমন ঘটনায় প্রশ্ন উঠছে আমজনতার মনেও।