Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Governor C V Ananda Bose: ফের বড় পদক্ষেপ বোসের, আরও এক উপাচার্য নিয়োগ শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা ছাড়াই

C V Ananda Bose: সম্প্রতি রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস। রাজ্যের তরফ থেকে জানানো হয় যে, এই উপাচার্যদের নিয়োগ বৈধ নয়।

Governor C V Ananda Bose: ফের বড় পদক্ষেপ বোসের, আরও এক উপাচার্য নিয়োগ শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা ছাড়াই
রাজ্যপাল বোস
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2023 | 12:26 PM

কলকাতা: জারি রয়েছে রাজ্য়-রাজ্যপাল সংঘাত। এরই মধ্যে অ্যাকশন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সংঘাতের এই আবহের মধ্যেই ফের অস্থায়ী উপাচার্য নিয়োগ বোসের। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবব্রত বোসকে নিয়োগ করেছেন তিনি। সূত্রের খবর, এই বারও রাজ্যের শিক্ষাদফতরের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই নিয়োগ করেছেন তিনি

সম্প্রতি রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস। রাজ্যের তরফ থেকে জানানো হয় যে, এই উপাচার্যদের নিয়োগ বৈধ নয়। তার কারণ, রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা না করেই এই সকল উপাচার্যদের নিয়োগে শিলমোহর দিয়েছেন সি ভি আনন্দ বোস। এরপরই সংঘাত বাধে। নিযুক্ত উপাচার্যদের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়। যদিও, হাইকোর্ট সাফ নির্দেশ দেয় উপাচার্যদের বেতন বন্ধ করা যাবে না।

এমন আবহে ফের অস্থায়ী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল। সূত্রের খবর, বর্ধমান ও দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয়েরও ভিসি ঠিক করে ফেলেছেন সি ভি আনন্দ বোস। জল্পনায় উঠে আসছে বিবরাজ পারিদা ও রথীন বন্দ্যোপাধ্যায়ের নাম।

উল্লেখ্য, কয়েক দিন আগেই অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য করা হয়। এর পাশাপাশি রাজ্যপালের ‘পিস অ্যান্ড সোশ্যাল ইন্টিগ্রেশন’কমিটি চেয়ারম্যান করা হয় অবসরপ্রাপ্ত এই বিচারপতিকে।