West Bengal Panchayat Polls: মুখবন্ধ খামে কমিশনারকে ‘সেনসিটিভ রিপোর্ট’ পাঠালেন রাজ্যপাল
West Bengal Panchayat Polls: গত কয়েকদিন ধরে রাজ্যের একাধিক জেলা পরিদর্শন করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কোথায়, কী হিংসার অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখেছেন তিনি।
কলকাতা: কোচবিহার থেকে ক্যানিং ঘুরেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শুনেছেন অভিযোগের পর অভিযোগ। গ্রাউন্ড জিরো থেকে ঘুরে এসে তৈরি করেছেন রিপোর্ট। সেটা নিয়ে আলোচনা করতে চাইলেও তাঁর ডাকে সাড়া দিলেন না রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এরপরই রাজভবন থেকে মুখবন্ধ খামে রিপোর্ট পাঠিয়ে দেওয়া হল কমিশনে। বিভিন্ন জায়গায় গিয়ে তিনি কী পরিস্থিতি দেখে এসেছেন। ভোটের আগে যে হিংসার ছবি সামনে এসেছে, সে ব্যাপারে কী বুঝেছেন তিনি, তা ওই রিপোর্টে রয়েছে বলে সূত্রের খবর।
আজ, মঙ্গলবার কমিশনারকে রাজ্যপাল তলব করেছিলেন বলে সূত্রের খবর। কিন্তু কমিশনার জানিয়ে দেন, কাজে ব্যস্ত থাকায় যেতে পারবেন না তিনি। যা বলার, তা যেন ফোনে বলা হয়, এমনই চেয়েছিলেন রাজীব সিনহা। রাজভবন সূত্রে খবর, এত স্পর্শকাতর একটা বিষয় নিয়ে ফোনে কোনও আলোচনা করতে রাজি হননি রাজ্যপাল। তাই সেই রিপোর্ট খামবন্দি করে পাঠিয়ে দেন কমিশনে।
রাজ্যপাল বারবার বলেছেন গ্রাউন্ড জিরোয় গিয়ে পরিস্থিতি সম্পর্কে জানতে চান তিনি। আর সে বিষয়ে যে তিনি কতটা তৎপর, তা দেখা গিয়েছে গত কয়েকদিনে। রাজভবনে ফিরেও সেই তৎপরতায় খামতি নেই। কমিশনার না এলেও, রিপোর্ট যাতে কমিশনে পৌঁছে যায়, সেটাও নিশ্চিত করেছেন বোস।
রাজীব সিনহা অবশ্য আগেও রাজ্যপালের ডাক এড়িয়ে গিয়েছেন। মনোনয়ন পর্বে যখন হিংসার অভিযোগ সামনে আসে, তখনও বারবার রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেছিলেন রাজ্য়পাল। কিন্তু তাতে প্রথমে সাড়া দেননি তিনি। পরে গিয়েছিলেন রাজভবনে। কমিশনারের ভূমিকা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশও করেছিলেন রাজ্যপাল। ফেরত পাঠিয়েছিলেন তাঁর জয়েনিং রিপোর্ট।
এদিকে, রাজ্যপালের তৎপরতা মোটেই ভাল চোখে দেখছে না তৃণমূল। কেন তিনি জেলায় জেলায় গিয়ে রিপোর্ট সংগ্রহ করছেন, কেনই বা রাজভবনে খুলেছেন কন্ট্রোল রুম, তা নিয়ে প্রশ্ন তুলে ইতিমধ্যেই কমিশনকে চিঠি দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।