Loreto College Kolkata: ‘ভুল হয়েছে’, বাংলার মানুষের কাছে ক্ষমা চাইল লরেটো কলেজ
Loreto College Kolkata: ইংরাজি মাধ্যমের পড়ুয়া ছাড়া আর কেউ ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। সম্প্রতি এই নির্দেশিকা জারি করেই বিতর্কে জড়িয়েছিল লরেটো কলেজ।
কলকাতা: ‘ভুল হয়েছে’, তুমুল সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত এই মর্মে নোটিস দিয়ে পিছু হটল লরেটো কলেজ। চাইল ক্ষমা। প্রত্যাহার করা হল আগের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি। কলেজের তরফে যে নোটিস দেওয়া হয়েছে তাতে লেখা হয়েছে, “১০০ বছরের বেশি সময় ধরে শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ চর্চার অন্যতম এক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে উঠে এসেছে কলকাতার লরেটো কলেজ। সম্প্রতি যে ভর্তি নীতি সামনে এসেছিল সেই নীতিতে আমরা বিশ্বাস করি না। এটা আমাদের পক্ষ থেকে একটা অনিচ্ছাকৃত ভুল। এর জন্য আমরা বাংলার মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা চাইছি।”
ইংরাজি মাধ্যমের পড়ুয়া ছাড়া আর কেউ ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। সম্প্রতি এই নির্দেশিকা জারি করেই বিতর্কে জড়িয়েছিল লরেটো কলেজ। সোশ্য়াল মিডিয়ায় শুরু হয় বিস্তর লেখালিখি। পক্ষে-বিপক্ষে উঠে আসে নানা মতামত। তবে সিংহভাগ মানুষই লরেটোর এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। শিক্ষামহলে শুরু হয় তুমুল বিতর্ক।
এদিকে আগে কলেজের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তাতে লেখা ছিল, “লরেটো কলেজে ইংরেজি মাধ্যমে পড়াশোনা হয়। আমাদের লাইব্রেরিতেও শুধুমাত্র ইংরাজি বই, জার্নাল আছে। তাই দ্বাদশ শ্রেণিতে যাঁদের পড়াশোনা আঞ্চলিক ভাষায় হয়েছে তাঁদের ভর্তি নেওয়া হবে না।” এই বিজ্ঞপ্তি নিয়েই যত বিতর্ক। বাংলার বুকে দাঁড়িয়ে বাংলারই এই স্বনামধন্য শিক্ষ প্রতিষ্ঠান কী করে এই সিদ্ধান্ত নিতে পারে? কী করে বাংলা মাধ্যমের পড়ুয়াদের বঞ্চিত করা হতে পারে? এই প্রশ্ন উঠতে শুরু করে। মাঠে নামে বাংলা পক্ষও।