Water Problem in Kolkata: দক্ষিণ কলকাতার বড় অংশে মিলবে না জল, একদিনে হল না মেরামতি

Water Problem: মঙ্গলবার সকালে পাইপ ফেটে বজবজ ট্রাঙ্ক রোডের বড় অংশে জল দাঁড়িয়ে যায়। এই পরিস্থিতিতে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। মেরামতির কাজও শুরু হ। কিন্তু তা শেষ করা যায়নি।

Water Problem in Kolkata: দক্ষিণ কলকাতার বড় অংশে মিলবে না জল, একদিনে হল না মেরামতি
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 05, 2023 | 1:19 AM

কলকাতা: মঙ্গলবার সারাদিন জলের সমস্যায় নাজেহাল হতে হয়েছে দক্ষিণ কলকাতার একটা বড় অংশের মানুষকে। তবে তাতেই রেহাই মিলবে না। আগামী ২-৩ দিন কলকাতার একাধিক জায়গায় জল-সমস্যা দেখা যাবে বলে পুরসভা সূত্রে খবর। পাইপ লাইনের সমস্যা থাকায় মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতার মহেশতলা, জিনজিরা বাজার এলাকা জলমগ্ন হয়ে যায়। পাইপ মেরামত করতে জল সরবরাহও বন্ধ করে দিতে হয়। কাজ শুরু হলেও, তা এখনই শেষ হবে না বলেই জানা গিয়েছে।

আসলে ফেটে গিয়েছে কলকাতা পুরনিগমের গার্ডেনরিচ জল পরিশোধন প্রকল্পের একটি পাইপ লাইন। জানা গিয়েছে, ওই পাইপ লাইন অনেকটাই পুরনো। বর্তমান পাইপলাইন যেখানে এমএসপি প্রযুক্তিতে তৈরি হয়, সেখানে এটি পিএস প্রযুক্তিতে তৈরি। পাইপ পুরনো হওয়ায় তা যে কোনও সময় ফেটে যেতে পারে বলেও মনে করা হচ্ছে।

কলকাতা পুরসভার সূত্রে জানা গিয়েছে, পাইপ লাইনের তিন ফুট বাই দু ফুট অংশে ফাটল দেখা গিয়েছে। এছাড়া অনেকটা অংশ জুড়ে পাইপলাইনের আস্তরণ উড়ে গিয়েছে বলেও জানা গিয়েছে। তাই কাজ শেষ হতে সময় লাগবে। আগামী দু-তিন দিন তাই বেহালা, খিদিরপুর, গার্ডেনরিচ অংশে জলের চাপ কম থাকবে বলে পুরসভা সূত্রে খবর। বেশ কিছু এলাকা জলশূন্যও হয়ে থাকতে পারে

মঙ্গলবার সকালে পাইপ ফেটে বজবজ ট্রাঙ্ক রোডের বড় অংশে জল দাঁড়িয়ে যায়। এই পরিস্থিতিতে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। রাস্তার ধারে থাকা বেশ কিছু দোকানের ভিতরেও জল ঢুকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, ভূগর্ভস্থ পাইপে ছোট ছিদ্র থাকায় জল সরবরাহ বিভাগের আধিকারিকরা এতদিন গুরুত্ব দেননি। কিন্তু সোমবার রাত থেকে সেই পাইপের ফাটল বড় হতে শুরু করে।