Governor C V Ananda Bose: ‘১০০ নৌকায় শিশুদের নিয়ে শান্তির বার্তা দিতে চাই’, গঙ্গাভ্রমণ সেরে বললেন রাজ্যপাল
Governor C V Ananda Bose: হঠাৎই মিলেনিয়াম পার্কে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানেই ছিলেন তাঁর স্ত্রী ও তাঁর কয়েকজন অতিথি। তাঁরা মিলেনিয়াম পার্ক থেকেই গঙ্গাবক্ষে ভ্রমণ শুরু করেন।
কলকাতা: সাম্প্রতিককালে একাধিক কলেজে হঠাৎ পরিদর্শন করতে দেখা গিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। তবে মঙ্গলবার সন্ধ্যায় তিনি হঠাৎ সেরে ফেললেন গঙ্গা ভ্রমণ। এদিন সস্ত্রীক গঙ্গা বিহার সেরে ফেরার পর তিনি ইচ্ছা প্রকাশ করেন, শিশুদের নিয়ে শান্তি ভ্রমণে যাওয়ার। সমাজকে শান্তির বার্তা দিতে নৌকায় করে শিশুদের নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
এদিন হঠাৎই মিলেনিয়াম পার্কে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানেই ছিলেন তাঁর স্ত্রী ও তাঁর কয়েকজন অতিথি। তাঁরা মিলেনিয়াম পার্ক থেকেই গঙ্গাবক্ষে ভ্রমণ শুরু করেন। দক্ষিণেশ্বর মন্দির, বেলুড় মঠের পাশ দিয়ে ঘুরে আবার ফেরেন মিলেনিয়াম পার্কে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল। তিনি বলেন, ‘আমি শান্তি রাইডে যেতে চাই। ১০০ জন শিশুকে নিয়ে, ১০০ টি নৌকায় করে যেতে চাই। সমাজের কাছে শান্তির বার্তা নিয়ে এই বোট যাবে। জি ২০ সম্মেলনের আগে এক দেশ, এক পৃথিবীর বার্তা দিতে চাই।’
মাস কয়েক আগেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে এসেছেন সিভি আনন্দ বোস। এরাজ্যে এসেই বাংলায় হাতেখড়ি করেন তিনি। বাংলা শেখার ইচ্ছাও প্রকাশ করেন। সম্প্রতি ১ বৈশাখে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় রাজভবনের দরজা। রাজভবনের ভিতরে থাকা একাধিক ঐতিহ্যবাহী জিনিসপত্র যাতে প্রত্যেকে প্রত্যক্ষ করতে পারেন, সেই উদ্যোগও নেওয়া হয়েছে।