CV Ananda Bose: কোনও কিছুতে কান না দিয়ে কাজ করে যান, আচার্য বোসের বার্তা উপাচার্যদের

CV Ananda Bose: সিভি আনন্দ বোস বলেন, এবার থেকে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি র‌্যাগিং কমিটি কাজ করছে কি না, তা তিনিই তদারকি করবেন। আলাদা আলাদা করে প্রত্যেক উপাচার্যের কাছ থেকে সমস্যার কথা শোনেন তিনি। নির্দেশ দেন, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ঠিক সময়ে যেন ভর্তির ব্যবস্থা হয় ও পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়।

CV Ananda Bose: কোনও কিছুতে কান না দিয়ে কাজ করে যান, আচার্য বোসের বার্তা উপাচার্যদের
রাজ্যপাল সিভি আনন্দ বোস। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 24, 2023 | 10:09 PM

কলকাতা: ‘কোনও কিছুতে কান দেবেন না, কাজ করে যান’, রাজভবন থেকে বার্তা গেল উপাচার্যদের কাছে। রবিবার রাজভবনে উপাচার্যদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। সেখানেই আচার্য বোস উপাচার্যদের স্পষ্ট বার্তা দেন, কে কী বলছে তাতে কর্ণপাত না করে কাজ করে যাওয়ার। সূত্রের খবর, কোন বিশ্ববিদ্যালয়ে কী সমস্যা, উপাচার্যদের কাছে জানতে চান আচার্য সিভি আনন্দ বোস। বিশ্বস্তরে বাংলার শিক্ষাকে নিয়ে যাওয়ার জন্য নিরলস পরিশ্রম করে যান, এমনও বার্তা দেন উপাচার্যদের।

গত কয়েকদিনে একের পর এক বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য বসিয়েছেন আচার্য সিভি আনন্দ বোস। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, সর্বত্রই ভারপ্রাপ্ত উপাচার্যদের নিয়োগ করেছেন আচার্য সিভি আনন্দ বোস। সোমবার বিদেশ সফরে যাচ্ছেন বোস। তার আগে এদিন সকল উপাচার্যকে নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসেন রাজভবন থেকে।

সূত্রের খবর, এদিন উপাচার্যদের আচার্য বার্তা দেন, মাতৃভাষায় পড়াশোনায় জোর দিতে হবে। একইসঙ্গে সিভি আনন্দ বোস বলেন, এবার থেকে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি র‌্যাগিং কমিটি কাজ করছে কি না, তা তিনিই তদারকি করবেন। আলাদা আলাদা করে প্রত্যেক উপাচার্যের কাছ থেকে সমস্যার কথা শোনেন তিনি। নির্দেশ দেন, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ঠিক সময়ে যেন ভর্তির ব্যবস্থা হয় ও পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়। রাজ্যপাল-উপাচার্যদের এ দিনের বৈঠক প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “আজকে বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যে অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে তার জন্য সিংহভাগ দায়ী রাজ্যপাল।”