Haridevpur: ফোন বন্ধ, খোঁজ করে ঢুঁ হরিদেবপুরের ফ্ল্যাটে, পুলিশকে দিয়ে দরজা খুলিয়ে স্বামীর সঙ্গে অচেনা মহিলাকে দেখলেন চরম অবস্থায়

Haridevpur: ফ্ল্যাটের কলিং বেল বাজালেও কেউ দরজা খোলেন না। অথচ ফ্ল্যাট ভিতর থেকে বন্ধ ছিল। দীর্ঘক্ষণ কেউ দরজা না খোলায় সন্দেহ হয়।

Haridevpur: ফোন বন্ধ, খোঁজ করে ঢুঁ হরিদেবপুরের ফ্ল্যাটে, পুলিশকে দিয়ে দরজা খুলিয়ে স্বামীর সঙ্গে অচেনা মহিলাকে দেখলেন চরম অবস্থায়
হরিদেবপুরে জোড়া দেহ উদ্ধার
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2023 | 3:24 PM

কলকাতা: ফোন সুইচ অফ্। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও বাড়ি ফেরেননি স্বামী। অনেকটা রাত হয়ে যাওয়ায় স্বামীর বন্ধুর সঙ্গে গাড়ি নিয়ে খুঁজতে বেরিয়েছিলেন স্ত্রী। খুঁজতে খুঁজতে একটি নির্দিষ্ট ফ্ল্যাটে আসেন। দেখেন ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকিতেও দরজা না খোলায় খবর যায় থানায়। পুলিশ গিয়ে দরজা ভেঙে দেখে দুটো দেহ। ওই মহিলার স্বামীর দেহ ঝুলছে সিলিং ফ্যানে। মেঝেতে পড়ে আরেক মহিলার দেহ। হরিদেবপুর চাঁদের ভিলেজ রোডে ফ্ল্যাট থেকে জোড়া দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম রবীন্দ্রকুমার চৌরাসিয়া (৪৪)। তবে মৃত মহিলার নাম জানা যায়নি এখনও। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মহিলাকে শ্বাসরোধ করে খুন করে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্রকুমারের বাড়ি বেহালার আদর্শনগরে। তিনি তাঁর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সেখানেই থাকতেন। হরিদেবপুর চাঁদের ভিলেজে তাঁর আরও একটি ফ্ল্যাট ছিল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা থেকেই রবীন্দ্রকুমারের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিলেন না পরিবারের সদস্যরা। রাতে স্ত্রী তাঁরই এক বন্ধুর সঙ্গে গাড়িতে খুঁজতে বের হয়। তখন হরিদেবপুরের সেই ফ্ল্যাটে আসেন।

ফ্ল্যাটের কলিং বেল বাজালেও কেউ দরজা খোলেন না। অথচ ফ্ল্যাট ভিতর থেকে বন্ধ ছিল। দীর্ঘক্ষণ কেউ দরজা না খোলায় সন্দেহ হয়। তখন পরিবারের সদস্যরা হরিদেবপুর থানায় খবর দেন। হরিদেবপুর থানা থেকে পুলিশ গিয়ে দরজা ভেঙে ফ্ল্যাটের ভিতরে ঢোকে। দেখা যায়, রবীন্দ্রকুমার সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন। একজন মহিলার দেহ নীচে পড়ে রয়েছে। জোড়া দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় হরিদেবপুর। মহিলার পরিচয় পাওয়া যায়নি। পরিবারের সদস্যরাও এ ব্যাপারে কিছু বলতে পারছেন না। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এর পিছনে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।