Abhishek Banerjee Case: ‘পদক্ষেপ করব না’, সোমবার পর্যন্ত অভিষেককে ছাড় দিল ED
Abhishek Banerjee Case: আদালতের তরফে অভিষেককে রক্ষাকবচ দেওয়া হয়েছিল আগে। গত সোমবারই সেই মেয়াদ শেষ হয়েছে।
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা হবে না বলে স্বতঃপ্রণোদিত ভাবে জানিয়েছে ইডি। কলকাতা হাইকোর্টে এফআইআর খারিজের আর্জি জানিয়েছিলেন অভিষেক। বুধবার সেই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, সময়ের অভাবে এদিন শুনানি হয়নি। সব পক্ষের সুবিধার কথা ভেবেই আগামী সোমবার বিকেল সাড়ে ৪টেয় শুনানির সময় ধার্য করা হয়েছে।
আদালতের তরফে অভিষেককে রক্ষাকবচ দেওয়া হয়েছিল আগে। গত সোমবারই সেই মেয়াদ শেষ হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা ছেড়ে দেওয়ায় শুনানি পিছিয়ে যায়। সোমবার ফের বিচারপতি ঘোষের বেঞ্চেই সেই মামলা ফেরান প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। আপাতত সোমবারের শুনানির দিকে তাকিয়ে রয়েছে সব পক্ষ।
বুধবার অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভি মামলার দ্রুত শুনানির আর্জি জানান। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, সোমবারের আগে মামলার শুনানি সম্ভব নয়। এরপরই ইডির আইনজীবী এমভি রাজু আদালতে আশ্বাস দেন, আগামী সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা হবে না।
নিয়োগ দুর্নীতির মামলায় নাম জড়ানোর পর সিবিআই-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল তৃণমূল সাংসদ অভিষেককে। পরে ইডি তলব করলেও, হাজিরা এড়িয়ে যান তিনি। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও রক্ষাকবচ পাননি অভিষেক। মামলা ফেরানো হয় কলকাতা হাইকোর্টে। এরপর অভিষেকের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। সেই এফআইআর খারিজ করার আর্জি জানিয়ে বিচারপতি ঘোষের বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক।
উল্লেখ্য, বিচারপতি ঘোষের এজলাসে এই মামলার শুনানি নিয়ে আপত্তি জানিয়েছিল ইডি। তাদের বক্তব্য ছিল, নিয়োগ মামলার শুনানি এই বেঞ্চে হওয়ার কথা নয়। এরপরই মামলা ছেড়ে দিয়েছিলেন বিচারপতি ঘোষ।