Rain Forecast: হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গী এবার বৃষ্টি, রাত পোহালেই ভিজতে চলেছে কোন কোন জেলা?

Rain Forecast: মঙ্গলবার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি বিশেষ হয়নি। তবে বুধবার ভিজতে চলেছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। বৃষ্টি হতে পারে বিকালের দিকে।

Rain Forecast: হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গী এবার বৃষ্টি, রাত পোহালেই ভিজতে চলেছে কোন কোন জেলা?
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jan 16, 2024 | 5:04 PM

কলকাতা: পূর্বাভাস ছিলই। মঙ্গলবার সকাল থেকেই কলকাতার পাশাপাশি গোটা রাজ্য়ের আকাশেরই মুখ ভার। বুধবার থেকেই রাজ্য়ের বিস্তীর্ণ অংশে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস বলছে, বুধবারই ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণবর্ত তৈরি হবে। একইসঙ্গে বঙ্গোপসাগরের উপর তৈরি হবে উচ্চচাপ। দুইয়ে মিলে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে চলেছে। দুটিই আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত সক্রিয় থাকবে বলে জানাচ্ছে মৌসম ভবন। ফলে একই আবহাওয়া বজায় থাকবে আগামী চার থেকে পাঁচ দিন। সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

মঙ্গলবার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি বিশেষ হয়নি। তবে বুধবার ভিজতে চলেছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। বৃষ্টি হতে পারে বিকালের দিকে। ১৮ তারিখ বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ১৯ তারিখ থেকে বৃষ্টির ঝাঁঝ কিছুটা কমবে। শুক্রবার ভিজবে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর। তবে ২০ তারিখ থেকে ফের বদলাতে শুরু করবে আবহাওয়া। বন্ধ হবে বৃষ্টি। এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর।

তবে মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। মঙ্গল ও বুধবার বৃষ্টির পূর্বাভাস থাকছে কালিম্পং, দার্জিলিং ও আলিপুরদুয়ারে। তবে বিগত কয়েকদিনের মতো আগামী কয়েকদিনে কুয়াশায় ঢাকা পড়বে কলকাতা ও আশপাশের সমস্ত জেলাই। সকালের দিকে সবথেকে বেশি কুয়াশার দাপট দেখা যাবে। ১৮ তারিখ সবথেকে বেশি কুয়াশার দাপট দেখতে পাওয়া যাবে দুই ২৪ পরগনা, কলকাতায়। তবে ১৯ তারিখের পর থেকে ধীরে ধীরে কুয়াশার চলাচল কমবে।