Rain Forecast: উপকূলে ঘাঁটি গেড়েছে নিম্নচাপ, ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে
Rain Forecast: হাওয়া অফিস বলছে, এখনও পর্যন্ত বর্ষায় ৪৪ শতাংশ বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে। পর্যাপ্ত বৃষ্টির অভাবে ঢিমেতালে চলছে আমন ধান রোপণ। যদিও শেষ পর্যন্ত নিম্নচাপের বৃষ্টিতে ধানচাষে কিছুটা গতি আসার সম্ভাবনা।
হাওয়া অফিস বলছে, এখনও পর্যন্ত বর্ষায় ৪৪ শতাংশ বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে। পর্যাপ্ত বৃষ্টির অভাবে ঢিমেতালে চলছে আমন ধান রোপণ। যদিও শেষ পর্যন্ত নিম্নচাপের বৃষ্টিতে ধানচাষে কিছুটা গতি আসার সম্ভাবনা। হাওয়া অফিস জানাচ্ছে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছে নিম্নচাপটি তৈরি হয়েছে। আদামী দু’দিনের মধ্যেই এটি ঝাড়খণ্ডের দিকে এগোতে শুরু করবে। এর প্রভাবেই বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ।
নিম্নচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় সবথেকে বেশি বৃষ্টি হলেও তিন থেকে চারদিন চলবে বৃষ্টির দাপট। তিন থেকে চার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় উত্তাল থাকবে সমুদ্র। সে কারণে মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। আগামী কয়েকদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রির আশপাশে।